ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেক্সাসের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন ‘হার্ভে’

প্রকাশিত: ১৯:০২, ২৫ আগস্ট ২০১৭

টেক্সাসের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন ‘হার্ভে’

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানতে যাচ্ছে তিন নম্বর ক্যাটাগরির ভয়াবহ হারিকেন ‘হার্ভে’। হারিকেনটি বর্তমানে মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে তিন নম্বর ক্যাটাগরির এ হারিকেনটি সবচেয়ে শক্তিশালী। স্থানীয় সময় শুক্রবার রাতে এটি টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে। এ ব্যাপারে জাতীয় হারিকেন সেন্টার জানায়, হারিকেন কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এটি আরো বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে হোস্টন ও আশেপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে। টেক্সাসের প্রাণকেন্দ্রে অবস্থিত তেল শোধনাগার শিল্প এলাকায়ও ঝড় আঘাত হানতে পারে। এদিকে, নিম্নাঞ্চল থেকে স্থানীয়দের সরে আসার এবং সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন উপকূলীয় শহর কোরপাস ক্রিস্টির মেয়র জো ম্যাককম্ব। এর আগে, ২০০৫ সালে উইলমা নামের এ ধরনের শক্তিশালী একটি হারিকেন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল। উইলমার আঘাতে নিহত হয়েছিল ৮৭ জন। সূত্র: ইউএসএ টুডে
×