ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় ম্যাচেও হারল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ আগস্ট ২০১৭

দ্বিতীয় ম্যাচেও হারল শ্রীলঙ্কা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বকাপে সরাসরি যেতে হলে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ থেকে শ্রীলঙ্কার জয় চাই দুই ম্যাচে। বৃহস্পতিবার তেমনই আভাস দিয়েছিল লঙ্কানরা। কিন্তু মাঠে তার প্রমাণ দিতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচে ডি/এল ম্যাথডে তাদের হারিয়ে ৩ উইকেটে জয় পেয়েছে বিরাট কোহলির দল। এই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। অথচ একসময়ে ১৩১ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল ভারত। উদ্বোধনী জুটিতেই আসে ১০৯ রান! ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৫৪ রান। ধাওয়ান ফেরেন ৪৯ রানে। আর সেই দলই লঙ্কান রহস্য আকিলা ধনঞ্জয়ার স্পিন বিষে এক পর্যায়ে হারিয়ে বসে ৬ অভিজ্ঞ ব্যাটসম্যানকে! ৭ উইকেট হারিয়ে আর এই কঠিন পরিস্থিতিতেই ৪৪.২ ওভারে জয় নিশ্চিত করে ভুবনেশ্বর কুমার ও মহেন্দ্র সিং ধোনির জুটি। অষ্টম উইকেটে ১০০ রানের জুটি গড়েন দুজন। তাতে ৬৮ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন ধোনি। কঠিন পরিস্থিতিতে তার যে মেজাজ হারায় না, সেটার প্রমাণ দিয়ে রাখলেন আবারও। ভুবনেশ্বর অপরাজিত ছিলেন ৫৩ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিংয়ে বেশি পুঁজি সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা। ৮ উইকেটে করতে পারে ২৩৬ রান। যদিও বৃষ্টির কারণে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। তাতে মূল জুটি ছিল মিলিন্দা সিরিবর্ধনে (৫৮) ও চামার কাপুগেদেরার (৪০)। ম্যাচসেরা হন ৫৪ রানে ৬ উইকেট নেয়া ধনঞ্জয়া।
×