ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স নীতি’ ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৭:৪২, ২৫ আগস্ট ২০১৭

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স নীতি’ ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বৃহস্পতিবার সন্ত্রাসী ও জঙ্গী তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স নীতি’র কথা পুনর্ব্যক্ত করেছেন। জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সব সময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছে। রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদীন তার উদ্ধৃতি দিয়ে একথা জানান। খবর বাসসর। গুলশানে হলি আর্টিজানে জঙ্গী হামলায় নিহতদের কথা স্মরণ করে রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য, ওই ঘটনায় কয়েক জাপানী প্রাণ হারান। রাষ্ট্রপতি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এছাড়াও জাপান আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি বাংলাদেশে সফলভাবে চাকরির মেয়াদ পূর্ণ করায় জাপানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। রোগীকে যথাযথ চিকিৎসা প্রদানের আহ্বান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সুন্দর ব্যবহারের মাধ্যমে রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দেয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (পিএএইচএমসিএইচ) পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রোগীকে যথাযথ চিকিৎসা দিতে হবে... এবং চিকিৎসাসেবা দেয়ার সময় অবশ্যই সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে।
×