ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি বিভ্রান্ত হয়ে একটি রায় দিয়েছেন ॥ আব্দুর রাজ্জাক

প্রকাশিত: ০৭:৩৯, ২৫ আগস্ট ২০১৭

প্রধান বিচারপতি বিভ্রান্ত হয়ে একটি রায় দিয়েছেন ॥ আব্দুর রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ আগস্ট ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সারা পৃথিবীতে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল আছে। ’৭২-এর সংবিধানেও সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল ছিল। আমাদের সরকার তা ফিরিয়ে আনতে চেয়েছিল। বিচারপতিরা যদি কোন দুর্নীতি, অক্ষমতা, অপরাধ ও অসদাচরণ করেন তাহলে তাদের অপসারণের ক্ষমতা থাকবে পার্লামেন্টের ওপর। পার্লামেন্ট সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে ওই বিচারপতিকে অপসারণ করা যাবে। কিন্তু প্রধান বিচারপতি বিভ্রান্ত হয়ে একটি রায় দিয়েছেন। আমরা তার রায়কে সম্মান করি। কিন্তু তার অবজার্ভেশন বিভ্রান্তিÍমূলক। কারণ, বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের ভূত চেপেছে যাদের ঘাড়ে আওয়ামী লীগ তাদের পরাজিত করতে জানে। পাকিস্তানের প্রশিক্ষিত সৈন্যদের সঙ্গে আমরা শুধু বাঁশের লাঠি দিয়ে যুদ্ধ করে তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ করে তাদের পরাজিত করেছি। প্রধান বিচারপতিকে উদ্দেশ করে তিনি বলেন, তার ধৃষ্টতা কত? সে আমাদের পাকিস্তানের কথা বলে হুমকি দেয়। যাদের সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তাদের কথা বলে আমাদের হুমকি দেয়া হয়। পাকিস্তানের মতাদর্শ এ দেশে কোনদিন বাস্তবায়ন হবে না। দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে দেশকে বহির্বিশ্বে পরিচিত করতে চায় তাদের পাকিস্তানের মতোই পরাজিত করা হবে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক এ্যাডভোকেট নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মনোয়ারা বেগম এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরুল, জাহিদ আনোয়ার, এস আকবর খান, শামীমুল আকতার শামীম ও একেএম নাছিমুল আকতার।
×