ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্যার কারণে ঈদের আগের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় ভার্সিটি

প্রকাশিত: ০৬:৩৭, ২৫ আগস্ট ২০১৭

বন্যার কারণে ঈদের আগের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় ভার্সিটি

স্টাফ রিপোর্টার ॥ বন্যার কারণে ঈদের আগের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থীদের দাবির পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিগ্রী পাস কোর্স ও অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা দুটির সংশোধিত সময়সূচী শীঘ্রই জানানো হবে। এর আগেও বন্যার কারণে দুই দফা পরীক্ষা পেছাতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। তবে কদিন ধরেই দাবি তোলা হচ্ছিল আসন্ন ঈদের আগের পরীক্ষা যেন স্থগিত করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এখন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রী পাস কোর্স ও ২০১৬ সালের চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচী শীঘ্রই জানানো হবে। এর আগে এ পরীক্ষাগুলো স্থগিত করার জন্য বন্যাদুর্গত অঞ্চলের শিক্ষার্থীদের দাবি নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরীক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেছেন। অনেকেই লিখেছেন, ‘বন্যাকবলিত উত্তরবঙ্গের মানুষ যখন বেঁচে থাকা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, ঠিক এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করল তাদের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এ অঞ্চলের মানুষ যেখানে বেঁচে থাকা নিয়েই সংগ্রাম করছেন, সেখানে পরীক্ষা দেবে কিভাবে? তাই আমরা অন্তত ঈদের আগের এই পরীক্ষা দুটি স্থগিতের দাবি জানাচ্ছি।’
×