ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ই-ম-পি-চ

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ আগস্ট ২০১৭

ই-ম-পি-চ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী মনোভাবের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন পররাষ্ট্র দফতরের সায়েন্স এনভয় প্রফেসর ড্যানিয়েল এম কামেন। তিনি ১৯৯৬ সাল থেকে এ পদে কাজ করে আসছিলেন। ২৩ আগস্ট প্রেসিডেন্টকে তিনি যে পদত্যাগপত্র দেন, তা বিশ্লেষণ করে দেখা গেছে, এর প্রতি প্যারার প্রথম অক্ষর পর পর সাজালে তৈরি হয় ইম্পিচ শব্দটি!! - ইউএসএ টুডে স্বপ্ন না দেখার কুফল ঘুমের ঘোরে একেবারেই স্বপ্ন না দেখা মানে কিন্তু ভয়াবহ বিপদ। এ সংক্রান্ত এক গবেষণায় ৬০ বছর বয়সী ৩২১ জনকে ১২ বছর নিবিড় পর্যবেক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের বোস্টন চিকিৎসা মহাবিদ্যালয়ের ড. ম্যাথিউ পেইজ জানিয়েছেন, যারা একেবারেই স্বপ্ন দেখেন না তাদের আলঝেইমার’স বা স্মৃতিভ্রংশ রোগ হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে ৮ থেকে ৯ ভাগ বেশি। ইন্ডিপেন্ডেন্ট
×