ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকারের স্বীকৃতি ভারতীয় সুপ্রীমকোর্টের

প্রকাশিত: ০৬:৩২, ২৫ আগস্ট ২০১৭

ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকারের স্বীকৃতি ভারতীয় সুপ্রীমকোর্টের

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকে নাগরিকদের ‘মৌলিক অধিকার’ হিসেবে আদালতের স্বীকৃতি পর বাধার মুখে পড়ল ভারত সরকারের আধার স্কিমে কারও আঙ্গুলের ছাপ ও চোখের আইরিসের প্রতিচ্ছবি নেয়া। ওয়েবসাইট। ভারতের সংবিধানে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তাকে ‘মৌলিক অধিকার’ হিসেবে সুরক্ষা দেয়া হয়েছে বলে এক রায়ে বলেছে দেশটির সুপ্রীমকোর্ট। প্রত্যেক নাগরিকের জন্য ১২ ডিজিটের নম্বরযুক্ত ‘আধার কার্ড’ নামে একটি পরিচয়পত্র ভারত সরকার বাধ্যতামূলক করার বিরুদ্ধে করা বেশ কয়েকটি রিট আবেদন ও রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার এ রায় দেয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, ভারতীয় সুপ্রীমকোর্টের নয় সদস্যের একটি বেঞ্চের সব বিচারক সর্বসম্মতভাবে রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে ‘মৌলিক অধিকার’ হিসেবে চিহ্নিত করেন। সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। এর বিরুদ্ধে করা আবেদনকারীদের ভাষ্য, আধার কার্ড ব্যবহারে জোর-জবরদস্তিতে গোপনীয়তা ভাঙ্গার শামিল। আধারের তথ্যভাণ্ডারে নিবন্ধন একটি ঐচ্ছিক বিষয় হিসেবে তুলে ধরে এতে তথ্য দেয়া প্রত্যেক ভারতীয়কেই একটি পরিচিতিপত্র দেয়ার প্রস্তাব ছিল বলে দাবি তাদের।
×