ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা চতুর্থবার চ্যান্সেলর হতে পারেন মেরকেল

প্রকাশিত: ০৬:৩১, ২৫ আগস্ট ২০১৭

টানা চতুর্থবার চ্যান্সেলর হতে পারেন মেরকেল

টানা চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হওয়ার ঐতিহাসিক সুযোগ এসেছে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নারী এ্যাঞ্জেলা মেরকেলের সামনে। ২৪ সেপ্টেম্বর জার্মানিতে অনুষ্ঠিত হতে যাছে দেশটির ১৯তম পার্লামেন্টারি নির্বাচন। মেরকেলের জীবনের পাঁচটি ধাপ ধীরে ধীরে তাকে আজকের ব্যক্তিত্বে পরিণত করেছে। ইয়াহু নিউজ। বার্লিন প্রাচীর পতনের পর এ সময়টাতেই পূর্ব বার্লিনের লৌহ পর্দার অন্তরালে বেড়ে ওঠা যাজককন্যা মেরকেলের রাজনীতি করার সুযোগ তৈরি হয়। এ সময় তিনি পূর্ব জার্মানির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে দ্বিতীয় মুখপাত্র হিসেবে কাজ করেন। ১৯৯০ সালে দুই জার্মানি এক হয়ে যাওয়ার পর তার দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে জার্মানির তৎকালীন চ্যান্সেলর হেলমুট কোহল সরকারে নারী ও যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হন। এরপর ৯৫ ভাগ ভোট পেয়ে ২০০০ সালে ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক পার্টির প্রধান নির্বাচিত হন। ২০০৫ সালের ২২ নবেম্বর মেরকেল প্রথমবারের মতো জার্মানির নারী চ্যান্সেলর নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে তার দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক পার্টি দুই জার্মানি এক হওয়ার পর সবচেয়ে ভাল ফল অর্জন করে এবং তৃতীয়বারের মতো চ্যান্সেলর নির্বাচিত হন মেরকেল। ২০১১ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এর পরপরই ২০২২ সালের মধ্যে জার্মানিকে পরমাণু রিএ্যাক্টরমুক্ত করার ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন মেরকেল। ২০৫০ সালের মধ্যে জার্মানির জ্বালানি চাহিদার ৮০ ভাগই নবায়নযোগ্য শক্তি থেকে আহরণের জন্য বিপুল অর্থ ব্যয় করছে। ২০১০ সালে দেনার দায়ে ডুবতে বসেছিল গ্রীস।
×