ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থাভাবে পড়েছে মার্কিন এলিট সিকিউরিটি ফোর্স

ট্রাম্পের লটবহরের নিরাপত্তা দিতে গিয়ে সঙ্কটে এসএস

প্রকাশিত: ০৬:৩১, ২৫ আগস্ট ২০১৭

ট্রাম্পের লটবহরের নিরাপত্তা দিতে গিয়ে সঙ্কটে এসএস

ডোনাল্ড ট্রাম্পের বিশাল পরিবারকে নিরাপত্তা দিতে গিয়ে মারাত্মক তহবিল ঘাটতিতে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিস। অর্থাভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন প্রশ্নে নজিরবিহীন সঙ্কটে পড়েছে এ বিভাগ। গার্ডিয়ান। ফলে বিপদে পড়েছেন সিক্রেট সার্ভিসের এক হাজারের বেশি এজেন্ট। মার্কিন আইন অনুযায়ী, এক বছরে তারা যে পরিমাণ বেতন এবং ওভারটাইম পেতে পারেন সে সীমায় এরইমধ্যে পৌঁছে গেছেন বা পার করেছেন। এতে করে সিক্রেট সাভির্সের অনেক সদস্যই চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বা কারও কারও বেতন বকেয়া পড়ছে। ইউএসএ টুডে নামে মার্কিন এক দৈনিকে দেয়া সাক্ষাতকারে এসব তথ্য জানান সিক্রেট সার্ভিসের পরিচালক র‌্যান্ডম টেক্স এ্যালিস। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের সদস্য সংখ্যা ছিল ৩১ জন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সদস্য সংখ্যা ৪২ এবং মার্কিন আইন অনুযায়ী তাদের সবাই বিশেষ নিরাপত্তা পাওয়ার অধিকারী। আমেরিকার পূর্ব উপকূলজুড়ে বিশেষ করে ফ্লোরিডা, নিউজার্সি এবং ভার্জিনিয়ায় ট্রা¤প ও তার পরিবারের একাধিক আবাসিক এলাকা রয়েছে। প্রায় প্রতি সপ্তাহে ছুটি কাটাতে পরিবারসহ ট্রাম্প তার বিভিন্ন আবাসিক এলাকায় যাতায়াত করছেন। এছাড়া, ট্রাম্পের পূর্ণবয়সী সন্তানরাও তাদের ব্যবসায়িক কাজ বা ছুটি কাটাতে গোটা আমেরিকা বা আমেরিকার বাইরে ঘোরাফেরা করছেন। যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের তৃতীয় সন্তান এরিক ট্রাম্প ব্যবসার কাজে কিছুদিন আগে উরুগুয়ে সফর করেন। এ সময় এরিক ট্রাম্পের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে সিক্রেট সার্ভিসের কেবল হোটেল বিলই আসে প্রায় ১ লাখ ডলার। একই রকমভাবে ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তার বর জারেড কুশনারকে নিয়ে কলরাডোতে ছুটি কাটাতে গিয়েছিলেন। তার আরেক কন্যা টিফানি ট্রাম্প ছুটি কাটাতে গিয়েছেন জার্মানি এবং হাংগেরিতে। এছাড়া বিভিন্ন কাজে কেউ গিয়েছিলেন ব্রিটেন, কেউবা ডোমিনিকান রিপাবলিক, ব্রিটিশ কলাম্বিয়া, বা দুবাইতে। এসব ক্ষেত্রে বাড়তি খরচের বোঝা টানতে গিয়ে বছর শেষ হতে প্রায় চার মাস বাকি থাকলেও এরইমধ্যে সিক্রেট সার্ভিস তার গোটা বছরের বাজেট শেষ করে ফেলেছে। এ প্রসঙ্গে সিক্রেট সার্ভিসের পরিচালক এ্যালিস আরও বলেন, মার্কিন কংগ্রেসের সহায়তা ছাড়া বছরের বাকি চার মাস এজেন্টদের বেতন এবং ওভারটাইম দেয়া যাবে না। শুধু তাই না, এরইমধ্যে তারা যেসব দায়িত্ব পালন করেছেন, সে বাবদ খরচ অর্থের যে বকেয়া পড়ে আছে তাও তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব হবে না। মেরিল্যান্ড থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এলিজা কামিংস সিক্রেট সার্ভিসের বাজেট ঘাটতির বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করে বলেন, তাদের যদি আমরা সময়মতো উপযুক্ত সম্মানি দিতে না পারি, তবে সবচেয়ে ভাল সেবা আশা করব কিভাবে?
×