ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশিত: ০৬:০৫, ২৫ আগস্ট ২০১৭

ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মোঃ শরীফ উদ্দিনকে নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার অপরাহ্নে রেজিস্ট্রারের দফতর থেকে এক অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। অফিস আদেশে বলা হয় ‘উপর্যুক্ত বিষয় ও সূত্র মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের সাময়িক বরখাস্তকৃত অধ্যাপক ড. মোঃ শরীফ উদ্দিনকে জানানো যাচ্ছে যে, আপনার বিরুদ্ধে গণিত ডিসিপ্লিনের ছাত্রী কর্তৃক যৌন হয়রানির আনীত অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যৌন নিপীড়ন অভিযোগ কমিটির নিকট সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে আপনার কৃত অপরাধের ধরন, গুরুত্ব ও মাত্রা বিবেচনায় রেখে ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা, ২০০৮’ এর ৬.৩(ঝ)নং ধারা অনুযায়ী আপনার নৈতিক অসচ্চরিত্রতার দায়ে অত্র বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে চাকরিচ্যুত করা হলো। বিশ্ববিদ্যালয় আপনার নিকট কোন পাওনাদি প্রাপ্য হলে অবিলম্বে তা পরিশোধের জন্য বলা হলো।
×