ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা ভুণ্ডল ॥ কাদের

প্রকাশিত: ০৬:০২, ২৫ আগস্ট ২০১৭

বিএনপির রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা ভুণ্ডল ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনী নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা ভ-ুুল হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে বিএনপি এখন এলোমেলো বক্তব্য দিচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব দেখেছিল, তা ভ-ুল হয়ে গেছে। বিএনপির এ স্বপ্ন কোনদিনই পূরণ হবে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে।’ তিনি বলেন, ওই হামলায় যে বিএনপি-জামায়াত জড়িত ছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই। হামলা পরবর্তী নানা ঘটনায় তা প্রমাণ হয়েছে। আর একই শক্তি বিচারিক আদালতে নানা অজুহাত তৈরি করে মামলাটি পেছানোর চেষ্টা করছে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবে না। একুশে আগস্ট বর্বরোচিত ভয়াল-বীভৎস গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, মহীয়সী নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে বনানীতে আইভী রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারা।
×