ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারের অনৈতিক কর্মকান্ডের যারা প্রতিবাদ করছেন তাদের হুমকি দেয়া হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ আগস্ট ২০১৭

সরকারের অনৈতিক কর্মকান্ডের যারা প্রতিবাদ করছেন তাদের হুমকি দেয়া হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ষোড়শ সংশোধনী বাতিলের পর যারা সরকারের অনৈতিক কর্মকা-ের প্রতিবাদ ও সুপ্রীমকোর্টের পক্ষে অবস্থান করছেন তাদের সরকারের বিভিন্ন বাহিনীর লোকেরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের পর আওয়ামী লীগ প্রধান বিচারপতি ও বিচার বিভাগের ওপর বিষের তীর নিক্ষেপ করছে। আওয়ামী লীগের যেসব নেতা প্রধান বিচারপতিকে পাকিস্তান চলে যেতে বলছেন তারা কিভাবে এ কথা বলতে পারলেন। তিনি বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট হামলা একটি সন্ত্রাসী হামলা। ‘তৎকালীন বিএনপি সরকারকে বিব্রত করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে’। তিনি বলেন, আওয়ামী লীগকে মুক্তাঙ্গনে জনসভা করতে বলা হলেও তারা সেখানে না করে নিজেদের রাজনৈতিক কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করে। তারপর সন্ত্রাসী হামলা হয়। তাই আমরা মনে করি, এ ঘটনা পরিকল্পিত।
×