ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে বন্যার্তদের অর্থ প্রদান

প্রকাশিত: ০৫:৩৬, ২৫ আগস্ট ২০১৭

লালমনিরহাটে বন্যার্তদের অর্থ প্রদান

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৪ আগস্ট ॥ বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ হাতীবান্ধা উপজেলার এক হাজার বন্যার্তদের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। দোয়ানি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ সচিব ইব্রাহীম হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির প্রমুখ। কুড়িগ্রামে ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ঢাকার কুড়িগ্রাম সমিতির উদ্যোগে কুড়িগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এক হাজার ২৭৫ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর পশ্চিম ধনিরাম এবং পাট খাওয়ার চরে ২২৫ পরিবার, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিরঝাড় ইউনিয়নের হেলোডাঙ্গার চর, চর ধাউরারকুঠি এবং পাইকারছড়া ইউনিয়নের পাইকারছড়া চরে ২৫০ পরিবার, নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকার চর এবং ব্যাপারীর চরের ১৫০ পরিবার, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের গারুহারা গ্রাম, যাত্রাপুর ইউনিয়নের চর কলাবাগান এবং আলোর চর, ঘোগাদহ ইউনিয়নের চর ভগবতিপুর চরে ৩০০ পরিবার, চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ফেইসকার চরে ১৫০ পরিবার, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হকের চর এবং উত্তর খাওরিয়ার চরের ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সরিষার তেল, লবণ, সাবান, ম্যাচলাইট এবং সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়া শিশুদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়। এ সময় কুড়িগ্রাম সমিতি, ঢাকার মহাসচিব সাইদুল আবেদীন ডলার, যুগ্ম মহাসচিব টি এম মিজানুর রহমান, নির্বাহী সদস্য মোমেনা বেগম, বিপুল ঘোষ উপস্থিত ছিলন।
×