ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ০৫:৩৬, ২৫ আগস্ট ২০১৭

শেরপুরে ছেলের হাতে বাবা খুন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৪ আগস্ট ॥ শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে ফজল মিয়া ওরফে লাল চান (৭০) নামে এক বাবা খুন হয়েছে। বুধবার রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় রাতেই ঘাতক ছেলে আবদুর রউফকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে ফজল মিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। একইদিন দুপুরে গ্রেফতারকৃত আবদুর রউফকে আদালতে সোপর্দ করা হয়। জানা যায়, ৪ সন্তানের জনক ফজল মিয়ার সংসারে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফজল মিয়ার সঙ্গে তার ছেলে আবদুর রউফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুর রউফ বাঁশের লাঠি দিয়ে বাবা ফজল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক আবদুর রউফকে আটক করে পুলিশে সোপর্দ করে। বাউফলে শিশু নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের একটি খাল থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুখি নামের ১৮ দিনের এক শিশুর লাশ উদ্বার করা হয়েছে। ওই শিশুটির বাবার নাম রফিকুল ইসলাম হাওলাদার। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক। জানা গেছে, ওই শিশুটিকে তার মা শারমিন আক্তার ঘরে রেখে পুকুর পাড়ে যান। তিনি ১৫-২০ মিনিট পর ঘরে এসে দেখেন শিশুটি নেই। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হয়ে শিশুটিকে খুঁজতে গিয়ে ঘরের কাছে খালের মধ্য তার মৃতদেহ দেখতে পান। ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ আগস্ট ॥ স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী এনামুল হককে মৃত্যুদ- ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় অতিরিক্ত দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০১১ সালের ২০ এপ্রিল স্ত্রী সালমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ গোপন করতে শ্যামপুর এলাকায় একটি কলাইক্ষেতে মাটিচাপা দেয়।
×