ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় নিম্নমানের ঢালাই ॥ ধসে পড়েছে ব্রিজ

প্রকাশিত: ০৫:৩২, ২৫ আগস্ট ২০১৭

কুষ্টিয়ায় নিম্নমানের ঢালাই ॥ ধসে পড়েছে ব্রিজ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ আগস্ট ॥ ক্রটিপূর্ণ ও নিম্নমানের ঢালাইয়ের কারণে একটি ব্রিজ ধসে পড়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা গ্রামে পারুলী খালের ওপর ওই ব্রিজ নির্মাণের কাজ চলছিল। এর ঢালাই কাজ শেষে বুধবার সন্ধ্যার দিকে ব্রিজটি ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ ও নিম্নমানের নির্মাণকাজের ফলেই এ ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। তিনি জানান, তদন্ত করে দেখা হবে, কারও কোন গাফিলতি বা অনিয়ম ছিল কিনা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, চলতি অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ অধিদফতর থেকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পারুলি খালের ওপর একটি ব্রিজ নির্মাণে ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কুষ্টিয়া শহরের রঞ্জু নামের এক ঠিকাদার এই ব্রিজ নির্মাণের কাজ করছিল। বুধবার দুপুরের দিকে ব্রিজ সাটারিং শেষে ঢালায় কাজ সম্পন্ন করা হয়। এরপর সন্ধ্যার দিকে সেটি ধসে পড়ে।
×