ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএনডির দুই পাম্প বিকল ॥ পানি নিষ্কাশনে ধীরগতি

প্রকাশিত: ০৫:৩০, ২৫ আগস্ট ২০১৭

ডিএনডির দুই পাম্প বিকল ॥ পানি  নিষ্কাশনে ধীরগতি

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্ট অভ্যন্তরে বর্ষার পানিতে এখনও ৬০ ভাগ এলাকা তলিয়ে আছে। সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। কিছুতেই কমছে না ডিএনডির পানি। কোন কোন এলাকায় নৌকাই এখন একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা এক থেকে চার ফুট পানিতেও তলিয়ে আছে। এতে প্রায় ১২ লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে গত দুই মাস ধরে দুর্বিষহ জীবনযাপন করছে। জলাবদ্ধতার শিকার লোকজনের অভিযোগ, পাম্প হাউস কর্তৃপক্ষ সময়মতো পাম্প চালাচ্ছে না। এ কারণেই ডিএনডির পানি দ্রুত নামছে না। পাউবোর কর্মকর্তাদের অভিযোগ, প্রধান নিষ্কাশন খালসহ শাখা-প্রশাখা খালগুলো পলিথিনসহ ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলেছে। এতে দ্রুত পানি নিষ্কাশন খালগুলোতে আসছে না। ফলে ডিএনডিতে এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ডিএনডির পানি সিদ্ধিরগঞ্জের শিমরাইলের পাউবোর পাম্প হাউসের ৫১২ কিউসেক ক্ষমতাসম্পন্ন চারটি পাম্প দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়। কিন্তু চারটি পাম্পের মধ্যে বেশ কয়েকদিন ধরে ২৫৬ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি পাম্প বিকল হয়ে পড়ায় পানি নিষ্কাশন হচ্ছে ধীরগতিতে। এতে ডিএনডিবাসী ক্ষুব্ধ হয়েছে। অবশ্য শিমরাইল পাম্প হাউসের শীর্ষ কর্মকর্তার দাবি, ২৫৬ কিউসেক ক্ষমতাসম্পন্ন ২নং ও ৪নং পাম্পটি বিকল হয়ে পড়লেও ৪নং পাম্পটি ৩-৪ দিনের মধ্যে মেরামত করা সম্ভব হবে। অন্য পাম্পটির ইম্প্রেলার ভেঙ্গে যাওয়ায় ছয় মাসের আগে মেরামত করা সম্ভব নয়। তবে বিকল্প হিসেবে ১০৮ কিউসেক ক্ষমতাসম্পন্ন তিনটি পাম্প ভাড়া এনে দু’-একদিনের মধ্যে পানি নিষ্কাশনের কাজে লাগানো হবে।ডেমরার পশ্চিম সানারপাড় এলাকার বাসিন্দা আফিজ উদ্দিন জানান, পশ্চিম সানারপাড়, কোদালদোয়া, নয়াপাড়া, মধ্য সানারপাড়, মহাআকাশ, টেংরা, উত্তর টেংরা, বাহির টেংরা, ডগাইর, গ্রীন সিটি আবাসিক এলাকা, সারুলিয়া, বামৈল, সিদ্ধিরগঞ্জের সানারপাড়, লন্ডন মার্কেট, আলেক মার্কেট, নিকাইকাশী, বাঘমারাসহ আশপাশের ১৭টি মহল্লা পানিতে তলিয়ে আছে। পশ্চিম সানারপাড় চৌরাস্তা মোড় থেকে কোদালদোয়া এলাকা পর্যন্ত নৌকা চলছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ডাস্টবিন নির্মাণের জন্য এগিয়ে আসেনি। এতে আরও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিমরাইল পাম্প হাউসে সরেজমিন দেখা যায়, ৫১২ কিউসেক ক্ষমতাসম্পন্ন (একটি পাম্প ১২৮ কিউসেক ক্ষমতাসম্পন্ন) চারটি পাম্পের মধ্যে দুটি পাম্প চালু রয়েছে। ২৫৬ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি পাম্প এখন বিকল অবস্থায় রয়েছে।
×