ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

প্রকাশিত: ০৫:৩০, ২৫ আগস্ট ২০১৭

বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলো- জেসমিন নাহার (২৭) ও সুমাইয়া (৮)। এ ঘটনায় ট্রাক আটক হলেও চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত জেসমিনের স্বামী মোটরসাইকেলচালক সাজু (৩২) গুরুত্ব আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সান্তাহার কাশশিল্লা গ্রামের সাজু মিয়া মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে সান্তাহার থেকে দুপচাঁচিয়া আসছিলেন। দুপাচাঁচিয়ায় সাজুর মালিকানাধীন একটি ক্লিনিক-ডায়গনেস্টিক সেন্টার রয়েছে। স্থানীয় মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা বগুড়াগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চট্টগ্রামে স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় যাত্রীবোঝাই একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্রী। বেপরোয়া গতির এ বাসটি পুলিশের সিগন্যাল না মেনে ২ নম্বর গেট অভিমুখী ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল স্কুলছাত্রী। বাসের ধাক্কায় ওই ছাত্রীর মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে নগরীর একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। চুয়াডাঙ্গায় আরোহী নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়ায় ইটভর্তি ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ওসমান হারু লিটু (৪০) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের মরহুম শের আলীর ছেলে। সদর থানার অফিসার ইনচার্জ জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী লিটু দামুড়হুদা উপজেলা শহর হতে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে আসছিল। সড়কের ফকিরপাড়ায় পৌঁছলে পেছন দিক থেকে আসা মাদানী এন্টারপ্রাইজের ইটভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভালুকায় রিক্সাচালক নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর সদরের প্রশিকার সামনে বুধবার সন্ধ্যায় ট্রাকচাপায় রিক্সাচালকের মৃত্যু হয়েছে ।জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী অজ্ঞাত একটি ট্রাক ব্যাটারিচালিত রিক্সাকে চাপা দিলে চালক গফরগাঁও উপজেলার যশরা গ্রামের মুনতাজ মিয়ার ছেলে সারোয়ার আলম (২৩) গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।
×