ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই কেবল কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৫:২৭, ২৫ আগস্ট ২০১৭

নাটোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই কেবল কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ আগস্ট ॥ নলডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে জনি (২৪) ও আশরাফুল ইসলাম বল্টু (৩০) নামে দুই কেবল কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার করের গ্রামের টুলটুলিগ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জনি সিংড়া উপজেলার ডাটমুন্ড গ্রামের হাতেম আলীর ছেলে ও আশরাফুল একই গ্রামের আমির হোসেন কান্দুর ছেলে। স্থানীয়রা জানায়, আব্দুস সাত্তার নামে এক ডিশ ব্যবসায়ীর কেবল কর্মী জনি ও আশরাফুল বৃহস্পতিবার সকালে উপজেলার করের গ্রামের টুলটুলিগ্রামে উভয়েই বিদ্যুতের খুঁটিতে উঠে ডিশ লাইনের ক্রটি মেরামত করছিল। এ সময় আকস্মিকভাবে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে তারা। মৃত্যুর পরে উভয়েই বিদ্যুতের খুঁটির নিচে পানিতে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। চুয়াডাঙ্গায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুরে আব্দুর রহমানের স্ত্রী খোদেজা খাতুন (৫২) বিদ্যুতস্পৃষ্টে হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির ঘরে তারে হাত দিলে তিনি বিদ্যুতের শক খেয়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। চিকিৎসক ইমরান জানান, রোগীর কন্ডিশন খুব খারাপ ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়।
×