ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভার চামড়া শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৬, ২৫ আগস্ট ২০১৭

সাভার চামড়া শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ আগস্ট ॥ চামড়া শিল্প নগরীতে আবাসন ব্যবস্থা, হাসপাতাল, ক্যান্টিন, এডহক ভাতা প্রদানসহ ৬ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। অবিলম্বে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে ‘ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন’ এর উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রমিকরা জানান, সাভার চামড়া শিল্প নগরীতে এরই মধ্যে বেশ কিছু কারখানা চালু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় সকল কারখানা চালু হয়ে যাবে। কিন্তু এ কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য কারখানা মালিক ও সরকার কোন হাসপাতাল, ক্যান্টিন ও আবাসনের ব্যবস্থা করেনি। এমতাবস্থায় চামড়া শিল্প নগরীতে কর্মরত শ্রমিকদেরে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা ৬ দফা দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিলিলের আয়োজন করেছেন। অতি দ্রুত দাবি আদায় না হলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও জানান শ্রমিকরা।
×