ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান সফরে বিশ্ব একাদশ দলে তামিম

প্রকাশিত: ০৫:০৩, ২৫ আগস্ট ২০১৭

পাকিস্তান সফরে বিশ্ব একাদশ দলে তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটারদের মেলা বসতে যাচ্ছে। আইসিসির বিশ্ব একাদশ তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তান সফরে। এজন্য ১৪ সদস্যের বিশ্ব একাদশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে সেই দলে আছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এ ৩ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০০৯ সালে পাকিস্তান সফর করছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজের মাঝে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে তাদের টিম বাসে বন্দুকধারীরা হামলা করে। এতে করে বেশ কয়েকজন কর্মকর্তা ও ক্রিকেটার গুলিবিদ্ধ হন। সিরিজ আর না খেলেই দেশে ফিরে আসে লঙ্কানরা। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে পাকিস্তানের মাটিতে। ঘরোয়া সিরিজগুলো তারা আরব আমিরাতে আয়োজন করে আসছে গত ৮ বছর ধরে। তবে এরপরও পাক দলের ক্রিকেট নৈপুণ্য খুব বেশি খারাপ হয়ে যায়নি। এবার পাকরা সরফরাজ আহমেদের নেতৃত্বে ২৫ বছরের মধ্যে প্রথম কোন আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর এরপরই তিনি আবেদন জানান দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের। আইসিসিও বিষয়টা আমলে নিয়ে বিশ্ব একাদশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ বছরই হয়তো ভালভাবেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে। প্রথম দল হিসেবে অক্টোবরেই যাবে সেই শ্রীলঙ্কা এবং তারপর ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা হচ্ছে বিশ্ব একাদশ দিয়েই। সেই বিশ্ব একাদশ সাজানো হয়েছে ৭ দেশের ক্রিকেটারদের দিয়ে। দলের কোচ হিসেবে থাকবেন জিম্বাবুইয়ের সাবেক গ্রেট ও ইংল্যান্ডের সাবেক কোচ এ্যান্ডি ফ্লাওয়ার। দক্ষিণ আফ্রিকার ৫, অস্ট্রেলিয়ার ৩, ওয়েস্ট ইন্ডিজের ২ এবং ১ জন করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটার আছেন এই দলে। পাকিস্তান সফরে বিশ্ব একাদশ ॥ ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্র্যান্ট ইলিয়ট, তামিম ইকবাল, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, ইমরান তাহির ও ড্যারেন সামি।
×