ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞায় থাকা রোনাল্ডোর নজরকাড়া পারফর্মেন্স, মুগ্ধ কোচ জিদান, রিয়াল মাদ্রিদ ২-১ ফিওরেন্টিনা

সান্টিয়াগো বার্নাব্যু ট্রফি রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৫:০২, ২৫ আগস্ট ২০১৭

সান্টিয়াগো বার্নাব্যু ট্রফি রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক সাফল্য পাওয়া রিয়াল মাদ্রিদ আরও একটি ট্রফি শোকেসে তুলেছে। এবার নিজেদের ক্লাব টুর্নামেন্ট সান্টিয়াগো বার্নাব্যু ট্রফি জিতে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বুধবার রাতে ঘরের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে স্প্যানিশ পরাশক্তি রিয়াল ২-১ গোলে হারিয়েছে অতিথি ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনাকে। রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট সান্টিয়াগো বার্নাব্যুর নামে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড এবং তার নামেই ১৯৭৯ সালের আগস্টের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথমদিকে বার্নাব্যু ট্রফি নামের প্রীতি টুর্নামেন্ট খেলে আসছে রিয়াল। আগে চার দল টুর্নামেন্টে অংশ নিলেও এখন শুধু দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। এরই ধারাবাহিকতায় এবার ফিওরেন্টিনার বিরুদ্ধে খেলেছে গ্যালাক্টিকোরা। সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নৈপুণ্যে ভর করে ট্রফিটি নিজেদের শোকেসে রেখেছে লা লিগা ও ইউরোপিয়ান চ্যম্পিয়নরা। ৩৯ নম্বর আসরে এটি রিয়ালের ২৭তম শিরোপা জয়। গতবার ফরাসী ক্লাব রাসকে হারিয়ে শিরোপা জিতেছিল স্প্যানিশ পরাশক্তিরা। এর আগে মৌসুমের শুরুতে রিয়াল জিতেছে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ। অনেকেই ভাবতে পারেন নিষেধাজ্ঞায় থাকা রোনাল্ডো কিভাবে ম্যাচটি খেললেন। আসলে এটি রিয়ালের নিজস্ব টুর্নামেন্ট, আর ম্যাচটি প্রীতি হিসেবে স্বীকৃত। তাই পাঁচ ম্যাচ নিষিদ্ধ থাকলেও এই প্রীতি ম্যাচে খেলতে কোন বাধা ছিল না বর্তমান ফিফা সেরা তারকার। সি আর সেভেনের নিষেধাজ্ঞা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আওতাধীন টুর্নামেন্টে। প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ থাকলেও এই ম্যাচে মাঠে নেমে রোনাল্ডো দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। চোখ ধাঁধানো একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। প্রীতি ম্যাচ হওয়ায় গোলরক্ষক কেইলর নাভাস, কাসেমিরো, মাঝমাঠের ভরসা লুকা মডরিচ, টনি ক্রুস, ইস্কো, ফরোয়ার্ড গ্যারেথ বেল ও করিম বেনজামাকে ছাড়াই একাদশ সাজান রিয়াল বস জিদান। তিনি ভরসা রাখেন রোনাল্ডোর ওপর। শেষ পর্যন্ত জিতলেও ম্যাচের শুরুতে অবশ্য হারের শঙ্কা জেগেছিল রিয়ালের। ম্যাচের চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ফিওরেন্টিনার হয়ে গোল করেন ফরাসী মিডফিল্ডার জদান ভেরেটু। পিছিয়ে পড়ার পর সম্বিৎ ফেরে রিয়ালের। তিন মিনিট পরই সমতা ফেরায় তারা। বাঁ প্রান্ত থেকে রোনাল্ডোর গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে জড়ান রিয়াল মাদ্রিদের এ্যাকাডেমি থেকে উঠে আসা তরুণ ফরোয়ার্ড বোরহা মায়োরাল। ম্যাচের ১৯ মিনিটে ফের এগিয়ে যেতে পারতো ফিওরেন্টিনা। কিন্তু ইতালিয়ান ডিফেন্ডার ডেভিড আস্টোরির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ম্যাচের ৩৩ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনাল্ডো। এ মৌসুমেই আসা ফরাসী ডিফেন্ডার টিও এরেন্দেজের পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে দৃষ্টিনন্দন গোল করেন পর্তুগীজ সুপারস্টার। ম্যাচের শেষদিকে বদলি নামা ইস্কোর জোরালো শট অতিথি গোলরক্ষক প্রতিহত করেন। ফিরতি বলে নেয়া রোনাল্ডোর শট পোস্টে লাগে। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদানের প্রশংসায় সিক্ত হয়েছেন রোনাল্ডো। ফরাসী গ্রেট বলেন, মানুষটার (রোনাল্ডো) সামর্থ্য এমনই। তাকে এখানে পেয়ে আমরা খুশি। আমরা সুশৃঙ্খল ফুটবল খেলেছি এবং শুরুটাও ভাল করেছিলাম। জিদান বলেন, যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। সান্টিয়াগো বার্নাব্যু ট্রফি এখানেই থাকবে। আমরাও আনন্দচিত্তে ঘরে ফিরব। পরিকল্পনা অনুযায়ী রোনাল্ডোকে পুরো সময় খেলাতে পেরে খুশি জিদান। এর আগে রোনাল্ডোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাদ্রিদের করা চূড়ান্ত আপীল স্প্যানিশ এ্যাডমিনিস্ট্রেটিভ স্পোর্টস কোর্ট (টিএডি) খারিজ করে দেয়। এর পর রোনাল্ডো বলেন, অবিচারের পর অবিচার, কিন্তু তারা কখনই আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি বরাবরের মতো আরও শক্তিশালী হয়ে ফিরব। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এমন বিদ্রোহী কথার পরদিনই মাঠে জবাব দিয়েছেন সি আর সেভেন।
×