ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিপিএইচ ইস্পাতের সঙ্গে হারকিউলিসের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৩:৫৮, ২৫ আগস্ট ২০১৭

জিপিএইচ ইস্পাতের সঙ্গে হারকিউলিসের চুক্তি স্বাক্ষর

পরিবেশবান্ধব কর্মসৃজন আমদানির বিকল্প ব্যবস্থা সৃষ্টি এবং গ্রাহকদের কাছে সুলভে পণ্য পৌঁছে দেয়ার অঙ্গীকারে চট্টগ্রামে ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে জার্মানির হারকিউলিসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রোলশপ ইক্যুইপমেন্টস সরবরাহের লক্ষ্যে জিপিএইচের কুমিরাস্থ ফ্যাক্টরিতে বুধবার এ চুক্তি স্বাক্ষর হয়। জিপিএইচের প্রজেক্ট ইঞ্জিনিয়ার ড. এএস সুমন এবং হারকিউসের পক্ষে প্রজেক্ট এ্যান্ড সেলস ম্যানেজার ম্যাথিয়াস রথ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জিপিএইচের এমডি মোঃ জাহাঙ্গীর আলম, এএমডি মোঃ আলমাস শিমুল, ইডি এবি সিদ্দিক, ইঞ্জিনিয়ার মাদানী এ্যান্ড ইমতিয়াজ হোসেন, কামরুল ইসলাম, মিডিয়া এ্যাডভাইজর ওসমান গণি চৌধুরী, জিএম সরোজ কান্তি চক্রবর্তী, এসএম মাসুদ উল আজিম এবং হারকিউলিসের এমডি পিকে মজুমদার, ম্যানেজার এস ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করল স্যামসাং নোট সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছে স্যামসাং। আগের বছর নোট ৭ দুর্ঘটনার পর এবার নতুন নোট ৮-এ বাড়তি সতর্কতা নিয়েছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য সাম্প্রতিক সময়টা বেশ কষ্টকরই বলতে হবে। কারণ প্রথমে গ্যালাক্সি নোট ৭ বিপর্যয় তারপর দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠান প্রধানের গ্রেফতার হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস ডিভাইস দিয়ে ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়েছে স্যামস্যাং। এবার ২৩ আগস্ট গ্যালাক্সি নোট ৮ উন্মোচনের মধ্য দিয়ে গ্রাহকের আস্থা পুরোপুরি ফিরে পাওয়ার আশা করছে স্যামসাং। গ্যালাক্সি নোট ৮ নিয়ে আগে থেকেই বহু তথ্য ও ছবি ফাঁস হয়েছে। বাস্তবেও তার ব্যতিক্রম কিছু দেখা যায়নি। গ্যালাক্সি এস৮-এর চেয়ে নোট ৮ কিছুটা লম্বা ও চওড়া। আর এস৮ এর গোলাকার কোণাগুলোর চেয়ে এটির পর্দা কিছুটা চার কোণা আকারের। গ্যালাক্সি এস৮-এর পর্দাকে ইনফিনিটি ডিসপ্লে দাবি করেছে স্যামসাং। অর্থনৈতিক রিপোর্টার
×