ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

গাভী কেনায় স্বল্প সুদের ঋণ বিতরণ করা বাধ্যতামূলক

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ আগস্ট ২০১৭

গাভী কেনায় স্বল্প সুদের ঋণ বিতরণ করা বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে কৃত্রিম প্রজনন ও দুগ্ধ উৎপাদনে ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে সরকার। খামারিরা মাত্র ৫ শতাংশ সুদে ওই তহবিল থেকে ঋণ নিতে পারছেন। ওই তহবিলের টাকা গত বছরের ডিসেম্বরের মধ্যে বিতরণ করা বাধ্যতামূলক ছিল। কিন্তু ব্যাংকগুলোর অনীহার কারণে জুন পর্যন্ত ৮৩ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তহবিলের সব টাকা বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে অবিতরণকৃত সমুদয় অর্থ বিতরণ করতে হবে। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৩০ মাস মেয়াদে ওই ঋণ বিতরণ করা যাবে। সূত্র জানায়, দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, পুষ্টি চাহিদা ও আমদানিনির্ভরতা কমিয়ে দুধের চাহিদা পূরণে এই তহবিল গঠন করা হয় ২০১৫ সালের জুনে। এই তহবিলে মেয়াদ ৫ বছর। তবে গ্রাহকরা ঋণ পাবেন ৩ বছরে মেয়াদী। অর্থাৎ ৩ বছরের মধ্যে সুদসহ ঋণের টাকা পরিশোধ করতে হবে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ হার ৫ শতাংশ। ঋণ বিতরণের পর ব্যাংকগুলোর আরও ৫ শতাংশ সুদ বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি করতে পারে।
×