ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমদানিকৃত চালের দাম কমলেও কমছে না দেশী চালের দাম

প্রকাশিত: ০৩:৫৬, ২৫ আগস্ট ২০১৭

আমদানিকৃত চালের দাম কমলেও কমছে না দেশী চালের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই দফা শুল্ক কমানোয়, ভারত থেকে আমদানি বাড়ায় প্রতি কেজিতে মোটা চালের দাম কমেছে আট থেকে দশ টাকা। তবে দেশী চালের দাম খুব একটা কমেনি। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, দেশীয় চালের দাম বাড়িয়েছেন মিলাররা। মিলার ও আমদানিকারকরা বলছেন, শুল্ক কমানোর ফলে খুব শীঘ্রই কমবে চালের দাম। এদিকে দুই দফা বন্যায় খাদ্য সঙ্কট এড়াতে সরকার শুল্ক কমিয়ে আনার পর প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার মেট্রিক টন চাল আমদানি হচ্ছে বাংলাদেশে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৫১ দিনে (১ জুলাই থেকে ২১ আগস্ট) মোট ৩ লাখ ৫২ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে, যা গত অর্থবছরের পুরো সময়ের (১২ মাস) প্রায় তিন গুণ। সরকারী-বেসরকারী পর্যায় মিলিয়ে ২০১৬-১৭ অর্থবছরে মোট ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি অর্থবছরের ৫১ দিনের আমদানির তথ্য হিসাব করে দেখা যায়, প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত উৎপাদনের কথা বলা হলেও গেল বছর থেকেই লাগামাহীনভাবে বাড়তে শুরু করে চালের দাম। চলতি বছর দাম বৃদ্ধির এ গতি যেন আরও বেগ পায়। দুই-আড়াই বছর আগেও যে মোটা চাল প্রতি কেজি মিলেছে ত্রিশ টাকার কমে সেটি কদিন আগেও কিনতে হয়েছে ৪৮ টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের বরাবরই অভিযোগ ছিল অতিরিক্ত আমদানি শুল্কের বিষয়টি। এ কারণে বাজার স্থিতিশীল করতে গেল জুনে এ শুল্ক ১৮ শতাংশ কমিয়ে ১০ শতাংশ করে সরকার। প্রথম দফায় শুল্ক কমানোর পর ২০ জুন থেকে জুলাই পর্যন্ত মোট চাল আমদানি হয়েছে আড়াই লাখ মেট্রিক টন। যার ফলে রাজস্ব আহরণ কম হয়েছে ১৩৫ কোটি টাকা। এতেও তেমন কোন পরিবর্তন না আসায় অবশেষে এ শুল্ক দুই শতাংশে নামিয়ে আনা হয়। এতে মোটা চালের আমদানি বাড়ায় এটি কেজিতে কমেছে ৮-১০ টাকা। তবে অন্য চালের দাম কিছুটা কমলেও সার্বিকভাবে সেগুলোর দামে এখনও তেমন কোন পরিবর্তন আসেনি। আমদানি করা চালের দাম কমলেও দেশে উৎপাদিত চালের দাম কমছে না, বরং বাড়ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশীয় চালের দাম প্রতি বস্তাতেই বাড়িয়ে দিয়েছেন মিলাররা। যার প্রভাব আমদানি করা চালের দামেও পড়বে বলে মনে করছেন তারা।
×