ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা

প্রকাশিত: ০৩:৪৬, ২৫ আগস্ট ২০১৭

ফিরে দেখা

লতিফ সিদ্দিকী বলে কথা শরীফুল ইসলাম ॥ ১৯ আগস্ট বিকেল ৩টা। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী সংবাদ সম্মেলন করতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) হল রুমে প্রবেশ করেন। দূর থেকে তাকে দেখে রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসে উপস্থিত সাংবাদিকরা দ্রুত হল রুমে যেতে থাকেন। কে কার আগে সেখানে যাবেন এ নিয়ে শুরু হয়ে যায় প্রতিযোগিতা। এ সময় ডিআরইউ বাগানে আড্ডারত এক সাংবাদিক বলেন, কি হয়েছে সবাই দৌড়াচ্ছেন কেন? পাশে থাকা আরেক সাংবাদিক বলেন, লতিফ সিদ্দিকী বলে কথা। কখন কি বলে ফেলেন। অতীতে তার বেফাঁস কথা নিয়ে লিড নিউজ হয়েছে। আবারও এমন কিছু বলে ফেলেন কিনা তা দেখতেই দ্রুত গতিতে সবাই যাচ্ছেন। বন্যা ভারতেও হচ্ছে তৌহিদুর রহমান ॥ বাংলাদেশের বাণিজ্য ও যোগাযোগ নিয়ে গত ১৯ আগস্ট রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘ভারতের কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে। ভারতের পানিতে এখন ডুবে যাচ্ছে বাংলাদেশ’। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপি নেত্রীর কথা থামিয়ে দিয়ে মৃদু হেসে বলেন, ‘বন্যা ভারতেও হচ্ছে। সেখানেও মানুষ মারা যাচ্ছে’। বাণিজ্যমন্ত্রীর কথায় বিএনপি নেত্রী রুমিন ফারহানা থতমত খান। তিনি তার বক্তব্যের খেই হারিয়ে ফেলেন।
×