ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবি সিনেট অধিবেশনের বৈধতা ॥ ৩ অক্টোবর শুনানি

প্রকাশিত: ০০:৩৮, ২৪ আগস্ট ২০১৭

ঢাবি সিনেট অধিবেশনের বৈধতা ॥ ৩ অক্টোবর শুনানি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করতে সিনেটের বিশেষ সভা ডাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি আগামী ৩ অক্টোবর পযন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু। এর আগে গত ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নির্বাচনের জন্য সিনেটের মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী সবধরনের কার্যক্রম স্থগিত করেন আপীল বিভাগ।
×