ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলীতে শিক্ষিকাকে নির্যাতনে বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:১০, ২৪ আগস্ট ২০১৭

আমতলীতে শিক্ষিকাকে নির্যাতনে বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার বেতাগী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার উপর সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আমতলী শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতির মোঃ শাহজাহান কবিরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাকসুদা আকতার জোসনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্জ মোঃ নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির বরগুনা জেলা শাখার সভাপতি একে এম জিল্লুর রহমান, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবদুর জব্বার মিয়া, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মোতাহার হোসেন মনোয়ার, জাহিদ লিটন ও লোকমান হাকিম প্রমুখ।
×