ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:০৮, ২৪ আগস্ট ২০১৭

নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ বরগুনা জেলার বেতাগী উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নড়াইল সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে আদালত সড়কে প্রাঘ ঘন্টাব্যাপী তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য নারী নেত্রী আঞ্জুমানআরা, শিক্ষক নেতা জাকির হোসেন বিপ্লবসহ অনেকে। পরে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
×