ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ২২:৩৪, ২৪ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধগতিতে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পারিন দর বাড়লেও দিনটিতে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। তবে বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় হাতে গোনা কয়েকটি কোম্পানিই রয়েছে। এর মধ্যে বেশিরভাগই স্বল্পমূলধনী কোম্পানি। একইসঙ্গে কিছু লভ্যাংশ না ঘোষণা জেড ক্যাটাগরির কোম্পানিরও রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৯০ কোটি কম। বুধবারে ডিএসইতে মোট ৮৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস, লঙ্কাবংলা ফাইনান্স, বিবিএস কেবল, এসিআই, প্রাইম ব্যাংক, আরএসআরএম স্টিল, সি অ্যান্ড এ টেক্সটাইল, আইডিএলসি, ফরচুন সুজ ও নাভানা সিএনজি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু সিরামিক, নর্দার্ন জুট, ইনটেক, সি অ্যান্ড এ টেক্সটাইল, রূপালী ব্যাংক, শমরিতা হসপিটাল, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, আরডি ফুড, সোনালী আঁশ ও প্রাইম ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সেন্ট্রাল ইন্স্যুরেন্স, শাইন পুকুর সিরামিক, বিবিএস কেবল, ফেডারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, বে´িমকো সিনথেটিক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড ও আাইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, বিবিএস কেবল, বিবিএস, আরএসআরএম স্টিল, পূবালী ব্যাংক, লঙ্কাবাংলা ফাইনান্স, মুন্নু সিরামিক, ফু-ওয়াং ফুড, সি অ্যান্ড এ টেক্সটাইল ও আরএন স্পিনিং।
×