ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপনীয়তা মৌলিক অধিকার ॥ ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ১৯:২৯, ২৪ আগস্ট ২০১৭

গোপনীয়তা মৌলিক অধিকার ॥ ভারতের সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক ॥ গোপনীয়তাকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চ এ রায় দেন। রায়ে সর্বোচ্চ আদালত বলেন, সংবিধানের ২১ অনুচ্ছেদের (যা জীবনের সুরক্ষা ও স্বাধীনতার নিশ্চয়তা দেয়) অপরিহার্য অংশ গোপনীয়তার অধিকার। বিবিসি ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সরকারের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে ১২টি সংখ্যার পরিচয়পত্র (আধার কার্ড) দেওয়ার প্রকল্পের বিরোধিতা করে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ রায় দিলেন। ভারতের মানবাধিকার সংগঠনগুলোর মতে, বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে জনগণের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে। কিন্তু এর পরও সরকার এ পদ্ধতিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছিল।
×