ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে ॥ ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৮:৪৭, ২৪ আগস্ট ২০১৭

আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে ॥ ইইউ রাষ্ট্রদূত

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যু। এছাড়া আগামী নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল পাঠাবে বলেও তিনি জানিয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী বৈঠকে এসব কথা বলেছেন তিনি। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যু বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় পিয়েরে মায়াদ্যু বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে প্রত্যাশা করেন। একই সঙ্গে আগামী নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল পাঠাবে বলেও তিনি জানান।
×