ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোরবানির পশুর বর্জ্য অপসারণে হটলাইন চালুর ঘোষণা

প্রকাশিত: ০৮:৪৪, ২৪ আগস্ট ২০১৭

কোরবানির পশুর বর্জ্য অপসারণে হটলাইন চালুর ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল আযহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিরেণ মেয়র সাঈদ খোকন। একইসঙ্গে পূর্ববর্তী বছরগুলোর মত এবছরও নির্ধারিত সময়ের মধ্যেই নগরীকে কোরবানির বর্জ্যমুক্ত করতে সক্ষম হবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার দুপুরে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেন সাইদ খোকন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় কোরবানির সকল বর্জ্য অপসারণে সংস্থার পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মানিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া, আবু আহমেদ মন্নাফী, সিরাজুল ইসলাম ভাট্টি, ফরিদ উদ্দিন আহমেদ রতন এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা। ডিএসসিসি মেয়র বলেন, এ বছর বর্জ্য ব্যবস্থাপনায় হটলাইন চালু করা হবে। ঘোষিত সময়ের পরও কোরবানির বর্জ্য কোথাও পড়ে থাকলে তা অপসারণে নাগরিকগণ হটলাইনের সাহায্য নিতে পারবেন। হটলাইনে ফোন করলেই কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা দ্রুত তা অপসারণের ব্যবস্থা নেবেন।
×