ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ০৮:৪১, ২৪ আগস্ট ২০১৭

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলের নিবন্ধন প্রশ্নে গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি ধারা ও নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। বুধবার হাইকোর্টের বেঞ্চগুলো এ আদেশ দিয়েছেন। সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি ধারা ও নিবন্ধন বিধিমালার একটি বিধি নিয়ে বুধবার এ রুল জারি করে। আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। নাজমুল হুদা তার আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। মির্জা ফখরুলের মানহানি মামলা স্থগিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। এ সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন। আদালতে বুধবার মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
×