ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফরহাদ মজহারের অপহরণের অভিযোগ ‘ভুয়া’ বলেই প্রতিবেদন দিচ্ছে পুলিশ

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ আগস্ট ২০১৭

ফরহাদ মজহারের অপহরণের অভিযোগ ‘ভুয়া’ বলেই প্রতিবেদন দিচ্ছে পুলিশ

বিডিনিউজ ॥ ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগটি ‘ভুয়া’ উল্লেখ করেই তার স্ত্রী ফরিদা আখতারের করা মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দিতে যাচ্ছে পুলিশ। মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন। গত ৩ জুলাই সকালে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর ফরিদা আখতার তার স্বামীকে অপহরণের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছিলেন, পরে তা মামলা হিসেবে নথিভুক্ত হয়। পুলিশের শীর্ষ কর্মকর্তারাও বলেন, ফরহাদ মজহার নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। তবে ফরহাদ মজহার আদালতে দেয়া জবানবন্দীতে অপহরণের কথাই বলেন। এদিকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে। প্রতিবেদন দিতে গোয়েন্দা পুলিশকে ১০ সেপ্টেম্বর সময় দেয় আদালত। তদন্তের অবস্থা জানতে চাইলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, “চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেব।” তদন্তে কী পেয়েছেন- জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তা বাতেন বলেন, “আগে যা পেয়েছি তাই, ভুয়া। ফলো আপ করার মতো কিছু নেই। মামলা খুব দ্রুত নিষ্পত্তি করে দেব।”
×