ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯০ কোটি টাকা আত্মসাত

শাহজালাল থেকে বাহাউদ্দিন সাদীকে গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৯, ২৪ আগস্ট ২০১৭

শাহজালাল থেকে বাহাউদ্দিন সাদীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৯০ কোটি টাকা আত্মসাত মামলায় রেমিয়েন ডিস্ট্রিবিউশনের মালিক বাহাউদ্দিন সাদীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিনি সিঙ্গাপুর যাচ্ছিলেন বলে জানা গেছে। সাদী পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাত করেন। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুদকের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন ওই আসামিকে গ্রেফতার করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। আসামির বিরুদ্ধে ২০১৩ সালের ১১ নবেম্বর নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করে দুদক। এজাহার সূত্রে জানা যায়, আসামি সাজ্জাদুর রহমান খান নরসিংদীতে থাকা অবস্থায় ২০১০ ও ২০১১ এবং ২০১২ সালে পূবালী ব্যাংক মাধবদী শাখা হতে ৬৯টি এলসির বিপরীতে ১১৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮ শ’ ৬৮ টাকা মার্জিন রাখার আবশ্যকতা থাকলেও বিধিবহির্ভূতভাবে মাত্র ১৭ কোটি ৭৫ লাখ ১৪ হাজার টাকা মার্জিনকে শতভাগ মার্জিন দেখায়। এর বিপরীতে আসামি বাহাউদ্দিন সাদীসহ মোট ১১জন ব্যবসায়ীর নামে এলসি খোলা হয়। এক্ষেত্রে এলসি মার্জিন ঘাটতির পরিমাণ ১০০ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ৮৬৮ টাকা। এ ছাড়া গ্রেফতারকৃত আসামি মোঃ বাহাউদ্দিন সাদী ৮ কোটি ১ লাখ ৮শ’ ৫০ টাকা মূল্যমানের ৪টি ভুয়া এফডিআর ব্যাংকে জমা রেখে ৪ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার ৭শ’ ৪১ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। পরবর্তী সময়ে আত্মসাতকৃত টাকার আংশিক পরিশোধ করলেও বর্তমানে তার নিকট ব্যাংকের ১ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার ২২ টাকা পাওনা রয়েছে। এজাহারনামীয় আসামিসহ সংশ্লিষ্ট ১৫ জন আসামির বিরুদ্ধে ৮৯ কোটি ৬৫ লাখ ৯ হাজার ২১ টাকা আত্মসাতের অভিযোগ অধিকতর তদন্ত করা হচ্ছে।
×