ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ৭ খুন

মামলার পিপির মেয়েকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা, ঢামেকে ভর্তি

প্রকাশিত: ০৭:২২, ২৪ আগস্ট ২০১৭

মামলার পিপির মেয়েকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা, ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার, না’গঞ্জ ॥ চাঞ্চল্যকর সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে (১৬) বিষ প্রয়োগ করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। প্রাপ্তি ইংরেজী মিডিয়ামের একটি স্কুল থেকে ও’ লেভেল উত্তীর্ণ হয়ে এ’লেভেলে ভর্তি হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর উকিলপাড়ার বিবি রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাপ্তির বাবা এ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সন্ধ্যা সাতটার দিকে প্রাপ্তি উকিলপাড়ার ১০৬ বিবি রোড, হাজী মঞ্জিলের চতুর্থ তলায় তার মামার কোর্চিং সেন্টারে তৌহিদ টিউটরিয়াল টেরিটরিতে পড়তে যায়। কোচিং শেষে নিচে নামলে তিন অজ্ঞাত ব্যক্তি এসে তার বাবার বন্ধু পরিচয় দেয়। তারা প্রাপ্তিকে বলে, সাত হত্যা মামলার একজন আইনজীবী হিসেবে তোমার বাবার ভাল ভূমিকা ছিল। এ জন্য সাজা দ্রুত হয়েছে। তাকে বাহ্বা দেয়া দরকার। তোমাকে মিষ্টি খাওয়াতে এসেছি। এ কথা বলে প্রাপ্তির মুখে একটি মিষ্টি জোর করে ঢুকিয়ে দিয়ে পানি ঢেলে দেয়। এ সময় প্রাপ্তির বমি শুরু হলে খবর পেয়ে পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে খানপুর ৩শ’ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার জানান, তার মুখে বিষ প্রয়োগ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। পিপি আরও জানান, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সহকর্মীরা মামলার রায়ে ক্ষুব্ধ হয়ে তার মেয়ের ওপর এ রকম অমানবিক ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন। নারয়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মইনুল হক ঘটনাস্থল পরিদর্শনে শেষে সাংবাদিকদের জানান, বিষয়টি বিভিন্ন পর্যায়ে তদন্ত করা হচ্ছে। স্বজনদের কাছ থেকে বিষয়টি জানতে চেষ্টা চলছে।
×