ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাচ্ছে খেলার মাঠ

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ আগস্ট ২০১৭

হারিয়ে যাচ্ছে খেলার মাঠ

একটি জাতিকে সুস্থ ও স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে তরুণ প্রজন্মের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা শুধু শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করে না; এটি একটি দেশের তরুণ প্রজন্মকে বিপথগামিতার হাত থেকেও রক্ষা করে। হত্য, চুরি, ছিনতাই, রাহাজানি এবং সর্বাপেক্ষা ভয়ঙ্কর মাদকের হাত থেকে কিশোর ও যুবকদের রক্ষা করার জন্য খেলাধুলার গুরুত্ব অস্বীকার করার কোন উপায় নেই। আমাদের দেশে খেলাধুলা করার মতো পর্যাপ্ত পরিমাণ মাঠের ব্যবস্থা নেই। জাতি হিসেবে এটা আমাদের জন্য একটি ব্যর্থতাই বটে! যদিও গ্রামাঞ্চলে কিছু খোলা মাঠের ব্যবস্থা রয়েছে কিন্তু এক্ষেত্রে শহরের অবস্থা একেবারেই আশঙ্কাজনক। নতুন নতুন দালানকোঠা স্থাপন এবং বেসরকারী ব্যবস্থাপনায় আবাসন প্রকল্প গড়ে ওঠার ফলে শহরে যে ফাঁকা জায়গাটুকু ছিল তাও এখন নেই বললেই চলে। ফলে আমাদের আগামী প্রজন্ম খেলাধুলা করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে এক প্রকার বঞ্চিতই হচ্ছে। সরকারী ব্যবস্থাপনায় বেশকিছু মাঠ এখনও খেলাধুলা করার জন্য আছে কিন্তু সেগুলোর অবস্থা খুব একটা সুবিধার নয়। সারা বছর মাঠগুলো পড়ে থাকে অযতœ আর অবহেলায়। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন বিড়ম্বনা। খেলার মাঠে আয়োজন করা হচ্ছে মেলাসহ বিভিন্ন রকমের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের। এ সমস্ত অনুষ্ঠানের পর খোঁড়াখুঁড়ি ও নানা অব্যবস্থাপনার দরুন মাঠ হারাচ্ছে তার খেলাধুলার উপযুক্ততা। প্রয়োজনীয় সংস্কার এবং কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাবে হারিয়ে যেতে বসেছে আমাদের খেলার মাঠগুলো। তরুণ প্রজন্মকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করে খেলার মাঠে ফিরিয়ে আনতে হলে খেলার মাঠগুলোর পরিচর্যা করার কোন বিকল্প নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী থেকে
×