ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শার্লিজ থেরনের ‘এ্যাটমিক ব্লন্ড’

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ আগস্ট ২০১৭

শার্লিজ থেরনের ‘এ্যাটমিক ব্লন্ড’

গত এপ্রিলে ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’-এর দুর্দান্ত সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবার নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন শার্লিজ থেরন। এবারের ছবির নাম ‘এ্যাটমিক ব্লন্ড।’ ১৯৮৯ সালে বার্লিন ওয়াল ভেঙে ফেলার সময় এক এ্যাজেন্টকে হত্যাকারী একদল নিষ্ঠুর গুপ্তচরের বিরুদ্ধে তার লড়াইকে ঘিরে এগিয়েছে ছবির গল্প। এ ছবির জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ছবির শূটিং করতে গিয়ে বেশ কয়েকবার মারাত্মক চোট পেয়েছিলেন এই অভিনেত্রী। হাঁটুর হাড়ে পেয়েছিলেন আঘাত, ভেঙে গিয়েছিল দুটি দাঁত। অভিনয়ের খাতিরে মারামারি করতে গিয়ে নিজের দুইটি দাঁত ভেঙে ফেলেছেন। সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ছবির প্রদর্শনীতে শূটিংয়ের সময় অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিজের দাঁত ভাঙার কথা জানান তিনি। থেরন বলেন, ছবির শূটিং শুরু আগে প্রশিক্ষণ নেয়ার সময় আমি পেছনের দুটি দাঁত ভেঙে ফেলি। দাঁত ঠিক করতে শূটিং শুরু হওয়ার আগেই আমি অপারেশন করিয়েছিলাম। কিন্তু ‘এখনও সমস্যা দূর হয়নি। উল্টো দাঁতগুলো দেখতে বিশ্রি হয়ে গেছে। দাঁতের জন্য এখনও আমাকে সার্জারি করাতে হচ্ছে। এটা খুবই উদ্ভট একটা ব্যাপার। শার্লিজ থেরনের বয়স চল্লিশ পেরিয়েছে। এখনও দারুণ গ্ল্যামারের চমক নিয়ে পর্দায় উপস্থিত হতে পারেন, তিনি এটা দেখিয়ে দিয়েছেন। একাডেমি এ্যাওয়ার্ড, সিলভার বিয়ার, গোল্ডেন গ্লোব, সিংউন এ্যাক্টরস গিল্ড এ্যাওয়ার্ড জয়ী সেরা অভিনেত্রী। একজন দক্ষিণ আফ্রিকান হলেও বর্তমানে নিজেকে আমেরিকান নাগরিক হিসেবে পরিচয় দেন তিনি। শার্লিজ থেরনই প্রথম দক্ষিণ আফ্রিকান কোন অভিনেত্রী, যিনি অভিনয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে অস্কার পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন। কিছুদিন আগে তার অভিনীত ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’ মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে। ‘দ্য ডেভিলস এ্যাডভোকেট’, ‘দ্য এ্যাস্ট্রোনেটস ওয়াইফ’, ‘সুইট নবেম্বর’, ‘ফিফটিন মিনিটস’, ‘দ্য ইটালিয়ান জব’, ‘ম্যাড ম্যাক্স’ ‘প্রমিথিউস’-এর মতো ঝড় তোলা সিনেমার দুর্দান্ত অভিনেত্রীটি এখনও ফুরিয়ে যাননি, এটা তিনি আবারও প্রমাণ করেছেন। আনন্দকণ্ঠ ডেস্ক
×