ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

আসছে জেফারের ‘আনকেজড’

প্রকাশিত: ০৫:৫২, ২৪ আগস্ট ২০১৭

আসছে জেফারের ‘আনকেজড’

জেফার রহমান। ব্যতিক্রম। অকপট, স্পষ্টভাষী। সময়কে ধারণ করেন তার মতো করে। তার স্টাইল, ভাবনা, চলার পথ উঠে আসা ভিন্ন বার্তা দেয়। নিজেকে নিয়ে প্রবল আত্মবিশ্বাসী। প্রথাবিরোধী। নিজের মতো করেই পেরিয়ে এসেছেন জীবনের চব্বিশটি বসন্ত। এ লেভেলে ড্রপ আউট। প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি সেখানেই। প্রচলিত ধারার পাঠ্যসূচীতে বিশ্বাসী নন তেমন। তার প্রথম প্রেম সঙ্গীত। সেখানেও নেই প্রথাগত প্রশিক্ষণ। ভালবাসা থেকে শিখেছেন নিজের মতো করে। পাড়ি দিয়েছেন দীর্ঘপথ। একা। আজ যে জেফার এক মঞ্চে কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, অর্থহীন কিংবা জন কবীরের সঙ্গে তার শুরুটা সহজ ছিল না মোটেও। শুরুটা ইউটিউবে। ইউটিউব তখনও এতটা জনপ্রিয় ছিল না আমাদের এখানে। জেফারও তখন তৈরি নয় মঞ্চের জন্য। জানাশোনাও ছিল না তেমন। তাই বলে থেমে যাননি। ভাবনায় নতুন কিছু করতে চাওয়া। সে ভাবনাই তাকে অনুপ্রাণিত করে ইউটিউবে গান আপলোড করতে। অল্পবিস্তর সাড়াও পান। লাইম লাইটে আসেন মাইকেল জ্যাকসনের ডার্টি ডায়ানা দিয়ে। সেই থেকে শুরু। আর পিছু ফিরে তাকাতে হয়নি। গানের পাশাপাশি তার স্টাইল, লুকও উঠে আসে আলোচনায়। পক্ষে যেমন, সমালোচনাও ছিল তেমন। তবু জেফার এগিয়েছেন নিজের মতো করেই। একের পর এক কভার সং তাকে নিয়ে আসে আগ্রহের কেন্দ্রে। সে আগ্রহ বেড়েছে ক্রমেই। জেফারও ভেঙ্গে দেন প্রচলিত নিয়ম। ব্রোকেন ফ্যামিলির মেয়ে জেফার সে সাহস অর্জন করেছেন নিজের জীবন থেকে। জেফার আস্থা হারাননি ভালবাসায়। খুব সহজেই বলেনÑ দিনের শেষে তিনি এক সাধারণ মেয়ে। তার জীবনেও প্রেম এসেছে। ভালবাসার কাছে তার প্রত্যাশা সততা আর কেয়ার। তার স্টাইল আর লুক নিয়ে হাজারও কথা। কিন্তু এ বিষয়ে জেফারের পরিষ্কার বক্তব্য তার লুক তার নিজের। গানের ক্যারিয়ারের স্বার্থে নয় বরং ছোটবেলা থেকেই তার স্টাইল তার নিজস্ব। নারী শক্তিতে বিশ্বাস করেন তাই বলে তথাকথিত ফেমিনিস্ট নন। তিনি সাম্যে বিশ্বাসী। স্বীকার করেন তার স্টাইল যায় না প্রচলিত সমাজের সঙ্গে। তা নিয়ে তার ভ্রুক্ষেপও নেই। ইউটিউবে হাঁটিহাঁটি পায়ে হেঁটে আসা সেই জেফার আজ আমাদের সঙ্গীত ভুবনে এক আলোচিত নাম। এতটাই যে, কিছুদিন আগে তিনি হবিগঞ্জে অর্থহীনের সঙ্গে শো করার পর গুজব ছড়িয়ে পরে তিনি যোগ দিয়েছেন অর্থহীনে। অভিনন্দনের বন্যায় ভেসে যান। যদিও তা সত্য নয়। দেশে নয় কাজ করেছেন বিদেশেও। যৌথ প্রযোজনার ছবি রিঙ্গো পরিচালিত সেনাপতির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন। জেফার স্বপ্ন দেখেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে প্রতিনিধিত্ব করার। কভার সং আর্টিস্ট পরিচয়ে পরিচিত জেফার তাই জোর দিচ্ছেন ইংরেজী গানে। সে স্বপ্ন নিয়েই আগামী ২৫ আগস্ট রিলিজ পেতে যাচ্ছে তার প্রথম এ্যালবাম ‘টহপধমবফ’. প্রযোজনায় নাগিব হক। গানের কথা ও সুরও জেফার এবং নাগিব হকের। কভার নাসিফ প্রাণের। এ্যালবামে মোট গান থাকছে ৯টি। ৭টি ইংরেজী। সঙ্গে সময় ও কে কবে হেরেছে শিরোনামে দুটি বাংলা গান। গানে জেফার ধরতে চেয়েছেন তার ব্যক্তিগত অনুভূতি থেকে সমাজ ভাবনা। ধরতে চেয়েছেন নিজ সময়কে। এ্যালবামে ঝড়সবনড়ফু গানটি যেমন তার বাবাকে নিয়ে তেমনি আছে লঁফমব এর মতো গান যা ফুটিয়ে তোলে তার দৃষ্টিভঙ্গি। জেফার যথেষ্ট সতর্ক তার ইংরেজী উচ্চারণ নিয়ে সেই সঙ্গে আত্মবিশ্বাসীও। এখানেও প্রথাগত প্রশিক্ষণ নয় বরং তিনি শুনে শিখেছেন। গানের কথা মৌলিক ও নিজস্ব। জেফার তার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছেন। তার বিশ্বাস ভক্তরা সাদরে গ্রহণ করবেন তার এ্যালবাম। জেফারের জন্য শুভ কামনা।
×