ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

রবির শুভেচ্ছা দূত শুভ

প্রকাশিত: ০৫:৫১, ২৪ আগস্ট ২০১৭

রবির শুভেচ্ছা দূত শুভ

ঢাকাই ছবির এই প্রজন্মের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সুদর্শন চেহারা, নায়কোচিত ফিগার আর সঙ্গে অভিনয় দক্ষতা, এসব দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। তার অভিনীত বেশকিছু চলচ্চিত্র এরই মধ্যে আলোচিত ও প্রশংসিত হয়েছে। মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু হলেও একসময় পৌঁছে যান তার লক্ষ্য বড়পর্দার চৌহদ্দিতে। সেখানেই এখন নিয়মিত কাজ করছেন শুভ। পাশাপাশি ভাল পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হতে দেখা যায় এই অভিনেতাকে। রবির শুভেচ্ছাদূত হলেন শুভ। আগামী এক বছরের জন্য মোবাইল ফোন কোম্পানি রবির শুভেচ্ছাদূত হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। এ সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন তথ্য ও সেবা প্রচারের কাজ করবেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। বিজ্ঞাপন প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি এখন ব্যান্ডটির প্রতিনিধিত্ব করছি। তবে সেটি মডেল হিসেবে না। ব্যক্তি শুভ হিসেবেই কাজটি করছি। বিষয়টা হচ্ছেÑ বিজ্ঞাপনটি দুটি অংশের। এতে একটি গল্প বলা হচ্ছে। পুরো বিজ্ঞাপনের মূল বক্তব্যটা আমি বলছি। নির্মাতা মনে করেছেন, এই বিজ্ঞাপনের যে গল্প সেটি আমার ইমেজটার সঙ্গে যায়। তাই আমাকে দিয়ে কাজটি করিয়েছেন। এই নির্মাতার পরিচালনায় ‘আয়নাবাজি’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। আবারও নতুন নির্মাণে অমিতাভ রেজা আরিফিন শুভকে নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে শুভ বলেন, অমিতাভ ভাইয়ের নির্দেশনায় সবশেষ ‘আয়নাবাজি’ ছবিতে অতিথি চরিত্রে কাজ করেছিলাম। বিজ্ঞাপনচিত্রে তার নির্দেশনায় সবশেষ যমুনার একটি পণ্যের মডেল হিসেবে প্রায় এক বছর আগে কাজ করেছি। অমিতাভ ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ ভাল লাগে আমার। অনেকের ভেতরে-বাইরে আচরণ বদলে গেলেও রবি বদলায় না! দেশের ১ নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি- ভেতরেও স্ট্রং, বাইরেও স্ট্রং। সম্প্রতি রবির একটি নতুন বিজ্ঞাপন চিত্রে এ রকম একটি সংলাপে দেখা গেছে শুভকে। বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। নতুন বিজ্ঞাপনে দর্শক সাড়া কেমন পাচ্ছেন? জানতে চাইলে শুভ আনন্দ কণ্ঠকে বলেন, খুব ভাল সাড়া পাচ্ছি। এবং আরও নতুন কিছু বিজ্ঞাপনের ব্যাপারে কথা হচ্ছে। ব্যাটে বলে মিলে গেলে নতুন আরও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করব। ফাইনাল হলে জানানো হবে। গুণী নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে কাজ করা অভিজ্ঞা প্রসঙ্গে? সবসময়ই ভাল। নিঃসন্দেহে তিনি আমার সিনিয়র হলেও খ্বুই ভাল একজন মানুষ। বন্ধুসুলভ আচারণ তার। খুবই যতœ নিয়ে স্নেহের সঙ্গে আদর করে কাজ করান তিনি। ব্যাপারগুলো আমার খুব ভাল লাগে। ‘জাগো’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘তারকাঁটা’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘নিয়তি’, ‘প্রেমী ও প্রেমী’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সামনে এ অভিনেতা ‘ভাইজান’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করবেন। রাজা চন্দ পরিচালিত এ ছবিতে শুভর বিপরীতে থাকছেন তিশা। ছবিটি নিয়ে শুভ বলেন, এর আগে তিশার সঙ্গে ‘অস্তিত্ব’ ছবিতে একসঙ্গে কাজ করা হয়েছিল। বেশ ফ্রেন্ডলি একজন মানুষ তিশা। তার সঙ্গে কাজ করাটা সত্যিই আনন্দের। এ ছবিতে আমার ও তিশার সম্পর্কটা ভিন্নভাবে দেখানো হবে। এটাই এ ছবির চমক। শীঘ্রই ছবিটির কাজ শুরু হবে। আশা করি, দর্শক পছন্দ করবেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন আরিফিন শুভ। ও আমার বন্ধু গো’ শিরোনামের এই অনুষ্ঠানে থাকছে অকাল প্রয়াত নন্দিত নায়ক সালমান শাহকে নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্যচিত্র, ছবি এবং সালমান শাহ ভক্তদের জন্য নতুন কিছু চমক। অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন শুভ। সালমান শাহকে নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। তার ভাষায়, ‘শুধু সালমানই নয়, তাকে যারা চিনতেন, তার সঙ্গে কাজ করেছিলেন, সেসব মানুষের আমি অন্য চোখে দেখি আজও। ‘সালমান শাহকে নিয়ে এমন আরও অনেক কথা বলতে বলতে আরিফিন শুভর গলা ভারি হয়ে আসে। ঝরঝর করে পড়তে শুরু করে অশ্রু। অশ্রুসজল কণ্ঠে স্মৃতি হাতড়ে শুভ বলেন, ‘মনে পড়ে, আমি যখন বিএফডিসি’তে প্রথম কাজ করতে যাই, তিন নম্বর ফ্লোরের প্রতিটি দেয়াল আমি ছুঁয়ে দেখছিলাম।
×