ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাধবপুরে ছাত্রলীগ নেতা হত্যায় আট আসামির ফাঁসি

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ আগস্ট ২০১৭

মাধবপুরে ছাত্রলীগ নেতা হত্যায় আট আসামির ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ও মাধবপুর, ২৩ আগস্ট ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের চাঞ্চল্যকর দেওয়ান মহসিন টিপু হত্যা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়েছে। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভীন এই আদেশ দেন। ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলো সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর, এরশাদ আলী, আব্দুল মালেক ওরফে মালু, আতাউর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশারফ হোসেন। এর মধ্যে সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর ও আব্দুল মালেক ওরফে মালু মামলার রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলো হরমুজ আলী, মোস্তাক আহমেদ, জানু মিয়া, শানু ভূঁইয়া, জাবেদ মিয়া, জহির মিয়া, বকুল মিয়া, আমির আলী, দুলাল মিয়া, সায়েদ মিয়া ও কামাল মিয়া এর মাঝে সায়েদ মিয়া রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহ আব্দুল গনি, আবু মিয়া ও আব্দুল মজিদকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণাকালে শাহ নূরুল গনি আদালতে উপস্থিত ছিল।
×