ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ নিয়ে শুরু হচ্ছে টিভি ও ওয়েব সিরিজ

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ আগস্ট ২০১৭

সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ নিয়ে শুরু হচ্ছে টিভি ও ওয়েব সিরিজ

স্টাফ রিপোর্টার ॥ সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ নিয়ে বাংলাদেশে শীঘ্রই শুরু হচ্ছে টিভি এবং ওয়েব সিরিজ। প্রথম সিজনে থাকছে ‘ফেলুদা’ সিরিজের চারটি গল্প। এগুলো হচ্ছেÑ শেয়াল দেবতা রহস্য, ঘুরঘুটিয়ার ঘটনা, গোলকধাম রহস্য ও গ্যাংটকে গ-গোল। রাজধানীর এক অভিজাত হোটেলে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ক্যান্ডি প্রোডাকশন ও টফ ক্রিয়েশনসের কর্মকর্তাবৃন্দ। এতে জানানো হয়, এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘শেয়াল দেবতা রহস্য’ ও ‘ঘুরঘুটিয়ার ঘটনা’। টেলিভিশনে সম্প্রচারের পরপরই দর্শক এই সিরিজটি ওয়েব সিরিজ হিসেবে বাংলাদেশ থেকে দেখতে পাবেন বায়োস্কোপ ও দেশের বাইরে আড্ডা টাইমসে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের পুত্র চিত্র পরিচালক সন্দীপ রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টপ অফ মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল, গ্রে এ্যাডভারটাইজিংয়ের ম্যানাজিং ডিরেক্টর সাইদ গউসুল আলম শাওন, গ্রামীণফোনের হেড অফ মিডিয়া অপারেশনস ফারহা নাজ জামান, আড্ডা টাইমসের ম্যানেজিং ডিরেক্টর রাজিব মেহরা, টপ অফ মাইন্ড ও ক্যান্ডি প্রোডাকশনসের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। ক্যান্ডি প্রোডাকশন ও টম ক্রিয়েশনসের কর্মকর্তারা বলেন, তারা সন্দীপ রায়ের কাছ থেকে ফেলুদার সবগুলো গল্প নিয়ে কাজ করার স্বত্ব পেয়েছেন। সিরিজটির প্রথম সিজনে চারটি গল্প দিয়ে শুরু হবে এবং পরবর্তীতে অন্যান্য গল্প নিয়ে কাজ হবে। সিরিজটিতে ফেলুদা চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং তপসে চরিত্রে থাকছেন রিদ্ধি সেন। টপ অফ মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল বলেন, সত্যজিৎ রায় প্রথম যখন ফেলুদা নামের এই চরিত্র নিয়ে লেখা শুরু করেন, তখন থেকেই প্রিয় এই চরিত্রটি বাঙালী সাহিত্য পাঠকদের হৃদয়ে ও মনের মধ্যে স্থান করে নেয়। ফেলুদার গল্প বছর বছর ধরে বাঙালী পাঠকদের কল্পনার রাজ্য দখল করে রেখেছে। নতুন এই সিরিজটির ব্যাপারে আমি খুবই আশাবাদী এবং একই সঙ্গে গর্বিত যে এবার ফেলুদা বাংলাদেশে আসছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, বাংলাদেশের টেলিভিশন বিনোদন দুই বছর ধরে অতি দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। আমাদের দর্শকেরা এখন সেরা মানসম্পন্ন বিনোদনে অভ্যস্ত। তাছাড়া বিনোদনে তাদের চাহিদাও দিন দিন বেড়ে চলছে। এমন বিখ্যাত একটি চরিত্র নিয়ে টিভি সিরিজ বানানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটা প্রমাণ করে যে আমারা এখন এরকম বড় বড় প্রোজেক্ট তৈরি করতে পারি এবং বিশ্বজুড়ে আমাদের দর্শকদের আমরা সেরা বিনোদন দেয়ার চেষ্টা করছি। সন্দীপ রায় বলেন, আমি খুবই আনন্দিত যে বাংলাদেশে ফেলুদা সম্পূর্ণ নতুন রূপে বানানো হচ্ছে। আজকের যুগের দর্শক পর্দায় বিখ্যাত এই গোয়েন্দা চরিত্রটিকে দেখতে পারবে। আমি বিশ্বাস করি যে ঠিক আগের যুগের পাঠক এবং দর্শকদের মতো তারাও এই চরিত্রের আকর্ষণে মুগ্ধ হবে। শেষ হলো নাট্যাচার্য সেলিম আল দীন উৎসব স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ ও বাংলা নাটকের শেকড়সন্ধানী গবেষক নাট্যাচার্য সেলিম আল দীন। পশ্চিমা নাট্যরীতিকে পাশ কাটিয়ে কাজ করেছেন হাজার বছরের দেশীয় ঐতিহ্য নিয়েছে। বাংলা নাটকে প্রবর্তন করেছেন বর্ণণাত্মক ধারা। নাট্যতত্ত্ব নির্মাণের পাশাপাশি দ্বৈতাদ্বৈতবাদিতার আলোকে লিখেছেন বেশকিছু কালজয়ী নাটক। ১৯৪৯ সালে ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা নাটকের এই নতুন আলোর দিশারির গত ১৮ আগস্ট ছিল ৬৮তম জন্মবার্ষিকী এবং ৬৯তম জন্মদিন। তার এই জন্মদিন উদ্যাপনে নাট্যাচার্যের স্মৃতিধন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নাট্যসংগঠন ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভোর হল যৌথভাবে আয়োজন করে ছয়দিনের বর্ণাঢ্য ‘সেলিম আল দীন উৎসব’। বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে এই উৎসব। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হয় সমাপনী ও ‘সেলিম আল দীন পদক প্রদান’ অনুষ্ঠান। এবারের এ উৎসবের ‘সেলিম আল দীন পদক-১৪২৪’ পেয়েছেন অভিনেতা আলী যাকের। পদক প্রদান ও নাটক মঞ্চায়ন দিয়ে সাজানো এই আয়োজনের শুরুতেই ছিল পদক প্রদান অনুষ্ঠান। এতে ‘সেলিম আল দীন পদক-১৪২৪’ প্রাপ্ত অভিনেতা আলী যাকেরের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিতি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার প্রধান নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। পদক অনুষ্ঠানের শেষেই মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘নীলাখ্যান’ নাটক। মঞ্চে আসছে কণ্ঠশীলনের নতুন নাটক ‘যাদুর লাটিম’ নোবেল বিজয়ী মিসরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের ‘এ্যারাবিয়ান নাইটস এ্যান্ড ডেজ’ অবলম্বনে নতুন নাটক ‘যাদুর লাটিম’ মঞ্চে আনছে কণ্ঠশীলন। নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাফিক হারিরি। নির্দেশনা দিয়েছেন মীর বরকত। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল শুক্রবার ও পরশু সন্ধ্যা ৭টায় পর পর দুটি প্রদর্শনী হবে। নাটকের উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেনÑ কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার, অধ্যক্ষ মীর বরকত ও সাধারণ সম্পাদক রইস উল ইসলাম, নাট্যকার রাফিক হারিরি প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় এদিন নতুন এ নাটকের উদ্বোধন ঘোষণা করবেন মঞ্চসারথি আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।
×