ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আজ চূড়ান্ত রিপোর্ট দিচ্ছে আনান কমিশন

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ আগস্ট ২০১৭

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আজ চূড়ান্ত রিপোর্ট দিচ্ছে আনান কমিশন

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন আজ বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে এই প্রতিবেদন পেশ করবেন আনান নিজে। চূড়ান্ত প্রতিবেদন পেশ করার লক্ষ্যে বুধবার কফি আনান মিয়ানমারে পৌঁছেন। আনানের চূড়ান্ত প্রতিবেদন পেশের বিষয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব আনানের নেতৃত্বে ৯ সদস্যের গঠিত কমিশন কাজ করছে। এটা আনান কমিশন নামে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। এই কমিশনের অন্তর্বর্তী একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, তারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদনটি মিয়ানমার সরকার ও জাতিসংঘের কাছে পেশ করা হবে। সে অনুযায়ী এই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে আনান কমিশন। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন আনুষ্ঠানিক পেশ করবেন জাতিসংঘের সাবেক মহাসচিব আনান। চূড়ান্ত প্রতিবেদন পেশের জন্য বুধবার তিনি মিয়ানমারে পৌঁছেন।
×