ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় ১৩ শিক্ষক জেলে

প্রকাশিত: ০৫:৪২, ২৪ আগস্ট ২০১৭

 বাঁশখালীতে রাষ্ট্রদ্রোহ  মামলায় ১৩ শিক্ষক জেলে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সৃজনশীল প্রশ্নপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণবিরোধী স্থানীয় বিএনপি নেতা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলীর তুলনা করায় রাষ্ট্রদ্রোহের মামলায় ১৩ শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জন দক্ষিণ চট্টগ্রামের ৬টি উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা এবং অপরজন প্রশ্নপত্র প্রস্তুতকারী শিক্ষক। বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কয়লাবিদ্যুত প্রকল্প নির্মাণবিরোধী ও গ-ামারা ইউপির বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটির আহ্বায়ক এবং বিএনপি নেতা লিয়াকত আলীর তুলনা করা হয়। প্রথম সাময়িক পরীক্ষার এমন প্রশ্ন পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করে পরীক্ষা নেয়া হয়। যথারীতি ঐ দিন পরীক্ষা শেষে সচেতন মহলে বিষয়টি নজরে এলে তৎক্ষণাৎ সামাজিক গণমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তৎক্ষণাৎ প্রশ্নপত্র নির্মাতাকারী বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুকুল বড়ুয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশে সোপর্দ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দক্ষিণ চট্টগ্রামের ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকসহ প্রশ্ন প্রস্তুতকারীকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ। মামলা দায়েরের পর ১৩ শিক্ষক সুপ্রীমকোর্টে হাইকোর্ট ডিভিশন হতে তিন মাসের আগাম জামিন লাভ করেন। বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত ১৩ শিক্ষক। শুনানি শেষে আদালত ১৩ শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। তিন হাজার রোহিঙ্গার জন্য মালয়েশীয় ত্রাণ উখিয়ায় স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ান এনজিও ‘ক্লাব পুত্রা ওয়ান’ সংস্থা আরও তিন হাজার রোহিঙ্গার জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে এনজিও ব্যুরো থেকে অনুমোদন নিয়ে ৩ হাজার রোহিঙ্গার মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১ম ধাপে ৩ হাজার প্যাকেট (ত্রাণ) বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের নিকট এসে পৌঁছেছে।
×