ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগে পাকিস্তানী প্রেতাত্মাদের ছায়া পড়েছে ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪০, ২৪ আগস্ট ২০১৭

বিচার বিভাগে পাকিস্তানী প্রেতাত্মাদের ছায়া পড়েছে ॥ হানিফ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন দেশ যখন বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের প্রেতাত্মারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় এদেশ পাকিস্তানের মতো অশান্তিতে থাকুক। বিচার বিভাগেও পাকিস্তানী প্রেতাত্মাদের ছায়া পড়েছে। হানিফ বলেন, বিএনপি নেতারা এখন সংবাদ সম্মেলন করে বিচারপতিদের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। তারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। এবার বিচারপতিদের ঘাড়ে সওয়ার হয়ে ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে জিয়াকে অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক শাসক বলা হয়েছে। এখন বিএনপি নেতারা সেটা মেনে নিয়ে রায়ের পক্ষে সাফাই গাইছেন। তারা এটা স্বীকার করে মেনে নিলে তারা যে নেতার প্রতিষ্ঠিত দলের রাজনীতি করছেন সেটাই অবৈধ হিসেবে বিবেচিত হবে। তাই বিএনপিও আজ অবৈধ দল। তিনি বলেন, সাম্প্রতিককালে যেসব অবজারভেশন ও বিচারালয়ে বসে যেসব কথাবার্তা বলা হয়েছে, এটা পাকিস্তানপন্থী চিন্তা-ভাবনার দিকে একটা স্পষ্ট ইঙ্গিত। তবে আমরা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশে বসে যদি কেউ পাকিস্তানের স্বপ্ন দেখে, সেটা তার দুঃস্বপ্ন হিসেবেই থাকবে। তিনি বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের চিকিৎসক-শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ডাঃ ইবানা বেগম সোনালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হানিফ আরও বলেন, আমরা সবসময়ই বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রের তিনটি স্তম্ভের একটি স্তম্ভ বিচার বিভাগ। সেই বিচার বিভাগে তারা স্বাধীনভাবে কাজ করবেন। স্বাধীন বিচার বিভাগের প্রতি সবসময়ই আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আমরা সেটা সবসময় চাই। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার নামে তারা যদি এ ধরনের কোন অশুভ চিন্তা-চেতনা পোষণ করে, সেটাকে বরদাশত করা যাবে না। সেটাকে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশের জনগণ কখনও বরদাশত করবে না। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম হানিফ জানান, প্রধান বিচারপতির এ অবস্থান ও তার বিরুদ্ধে দেশের আইনজীবীদের আন্দোলন কখনই শুভ লক্ষণ নয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএমএ সিলেটের সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে মাহমুবুল আলম। বক্তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন। তার পাশাপাশি, বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতাকর্মীদের ওপর হামলায় নিহত সব শহীদের আত্মার শান্তি কামনা করে স্বাধীনতাবিরোধী চক্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
×