ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রায় নিয়ে সৃষ্ট বিষাক্ত পরিবেশের উস্কানিদাতা বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ আগস্ট ২০১৭

রায় নিয়ে সৃষ্ট বিষাক্ত পরিবেশের উস্কানিদাতা বিএনপি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে সৃষ্ট বিষাক্ত পরিবেশের জন্য বিএনপিকে দায়ী করে বলেছেন, সুপ্রীমকোর্টের রায় নিয়ে আজকে যে বিষাক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, এর উস্কানিদাতা বিএনপি। তারা ভাবছে বাংলার মাটিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আরেকটা ওয়ান-ইলেভেন সৃষ্টি করবে। কিন্তু বাংলার মাটিতে আর কোনদিন ১/১১ হবে না ইনশাল্লাহ। বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে না পেয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্ধ গলিতে ষড়যন্ত্রের পথ খুঁজছে। তাদের হাতে এখনও রক্তের দাগ। কত প্রাণের প্রদীপ তারা নিভিয়ে দিয়েছে। তাদের রক্তের পিপাসা এখনও শেষ হয়নি। তারা পথ খুঁজছে, একটা সুযোগ পেলেই ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করবে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব, দিল্লী বহুদূর। সে স্বপ্ন (ওয়ান-ইলেভেন তৈরির) স্বপ্নই থেকে যাবে। তাই বিদ্বেষ নিয়ে কথা বলছেন। অন্ধ আক্রোশ নিয়ে কথা বলছেন। শক্তি কমে আসছে তো, তাই মুখের বিষ উগ্র তাদের। মওদুদ সাহেব ধীরে, ফখরুল সাহেব ধীরে। স্বপ্ন দেখছেন তো। বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতার স্বপ্নের সঙ্গে নেই। অচিরেই এই খোয়াব, দিবাস্বপ্ন ভেঙ্গে যাবে। রায় নিয়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়াকে ‘বিষধর সাপ নিয়ে খেলা করার’ সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মওদুদ সাহেব আপনাদেরই চরম মূল্য দিতে হবে। আজকে বিষধর সাপ নিয়ে আপনারা খেলা করছেন। এই সাপের ছোবল থেকে আপনাদের রক্ষা নেই। যে সাপ নিয়ে খেলছেন, সেই সাপের ছোবলে আপনাদের করুণ পরিণতি হবে। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, পনেরো আগস্ট নিয়ে, একুশে আগস্ট নিয়ে আপনারা বলছেন, এটা জাতীয় দুর্ঘটনা! ইতিহাসের কি নির্মম তামাসা, সত্যের সঙ্গে কি নির্মম তামাসা। শেখ হাসিনা একুশে আগস্ট বেঁচে গেছেন, এটা আপনাদের জন্য দুর্ঘটনা। ফখরুল ও মওদুদ সাহেবদের বলব- গত সাড়ে আট বছর কখনও আমাদের পথ পুষ্পে বিছানো ছিল না। কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছি এবং করছি। দেশ-বিদেশে বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, জনগণ কেন বিএনপির পাশে নেই, এজন্য প্রতিশোধ নিতে তারা এখন শেখ হাসিনার বিরুদ্ধে লেগেছে। দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র সফল করতে দেশে-বিদেশে বৈঠক করছে। সুপ্রীমকোর্টের রায়কে তারা ধরেই নিয়েছে বিজয়ের পথ বুঝি সুগম হলো। ক্ষমতা হারানোর মধুর সিংহাসনে বসার রঙিন খোয়াব কখনও পূর্ণ হবে না। দিবাস্বপ্ন ভেঙ্গে যাবে। আদালতের রায় বিএনপিকে ক্ষমতায় বসাবে না। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ এমপি বক্তব্য রাখেন। ‘সিনহাকে সরানোর গুজব ছড়াচ্ছে বিএনপি’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরানোর গুজব ছড়াচ্ছে বিএনপি। জাতির পিতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার রাতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘তুমি আছ বাংলার হৃদয় জুড়ে’ শীর্ষক এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় কেন্দ্র করে প্রধান বিচারপতিকে অসুস্থ দেখিয়ে সরিয়ে দেয়া হচ্ছে-এ ধরনের কথা সম্পূর্ণ গুজব। আর বিএনপি এই গুজব ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারি। সর্বশেষ গুজব হলো সরকার প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে। মন্ত্রী বলেন, এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রডিউসার বিএনপি, ডিরেক্টর বিএনপি, ডিস্ট্রিবিউটর বিএনপি; তিনটাই বিএনপি। ওবায়দুল কাদের বলেন, এসব বিএনপি ম্যানুফ্যাকচারড গুজব। তারা দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে। এসব বেরুচ্ছে বিএনপি ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে। তিনি বলেন, এসব তারাই ছড়াচ্ছে। এসব গুজবের সঙ্গে আমাদের চিন্তার কোন মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা ষড়যন্ত্র চক্রান্ত করি না, ষড়যন্ত্রের শিকার হই। আওয়ামী লীগ সাংস্কৃতিক উপ-কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এছাড়া গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি কাজী রোজী, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন। আলোচনা সভায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পান্না কায়সারসহ সাংস্কৃতিক ব্যক্তিরা।
×