ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

Mohammad Billal Hossain;###;(M.Sc M.Ed);###;W.E.T.T.V.E.C (Chennai, Tamilnadu, India);###;International Seminar on P.S.R Engeneering College, Sivakashi, Tamilnadu, India.;###;International Symposium on Arunal College of Engeneering college, Tamilnadu, Ind

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ গণিত

প্রকাশিত: ০৫:৩৬, ২৪ আগস্ট ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ গণিত

১৫। ১ থেকে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? (ক) ৪টি (খ) ৫টি (গ) ৩টি (ঘ) ২টি ১৬। বিজোড় সংখ্যার সাধারণ রূপ কোনটি? (ক) ২হ (খ) (২হ-১) (গ) (হ+১)২ (ঘ) (২হ+১)২ ১৭। ধ, ন, প বাস্তবসংখ্যা ধ<ন, প>০ হলে নিচের কোনটি সঠিক? (ক) ধপ<নপ (খ) ধপ>নপ (গ) ধন>নপ (ঘ) ধপ=নপ ১৮। পূর্ণ বর্গ নয় এরূপ ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গমূল কোন ধরনের সংখ্যা? (ক) মূলদ (খ) অমূলদ (গ) পূর্ণ (ঘ) স্বাভাবিক ১৯। ০ কোন ধরনের মূলদ সংখ্যা? ক) অমুলদ খ) মূলদ গ) স্বাভাবিক ঘ) ধনাত্মক ২০। পূর্ণসংখ্যাকে কয়ভাবে ভাগ করা যায় ক) চার খ) দুই গ) তিন ঘ) পাঁচ নিচের তথ্যের আলোকে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও? ৫ এবং ৫ দুইটি বাস্তবসংখ্যা ২১। ক) ৪ খ) ৫ গ) ৩ ঘ) ২ ২২। নিম্নের কোন সংখ্যাটি দুইটির মধ্যে অবস্থিত মূলদ সংখ্যা? ক) ১.৩২৪০৪... খ) ৩.১৪২৪২৪২... গ) ১.৪১৪২৩৫... ঘ) ২.২৩৪৫১৫... ২৩। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ২৪। সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে কী বলা হয়? ক) স্বাভাবিক সংখ্যা খ) ধনাত্মক সংখ্যা গ) বাস্তব সংখ্যা ঘ) পূর্ণ সংখ্যা ২৫। কোন ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে হলে ঐ ভগ্নাংশটি নিচের কোনটি? ক) স্বাভাবিক সংখ্যা খ) দশমিক ভগ্নাংশ গ) মূলদ সংখ্য ঘ) অমূলদ সংখ্যা ২৬। ৪ এবং-৫ এর দূরত্ব- ক) ৬ খ) ৭ গ) ৮ ঘ) ৯ ২৭। গণিতের আনুষ্ঠানিক অভিষেক কোথায় ঘটে? ক) চীন খ) ভারত গ) গ্রীক ঘ) মিসর ২৮। চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফল কী হবে? ক) বিজোড় সংখ্যা খ) পূর্ণ সংখ্যা গ) পূর্ণবর্গ নয় ঘ) পূর্ণবর্গ ২৯। -৩, ৩, ৯, -৯, ৫, -৫ সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা ক) মূলদ সংখ্যা খ) অমূলদ সংখ্যা গ) স্বাভাবিক সংখ্যা ঘ) পূর্ণসংখ্যা ৩০। গণনাকারী সংখ্যার অপর নাম কী? ক) বাস্তব সংখ্যা খ) অবাস্তব সংখ্যা গ) মুলদ সংখ্যা ঘ) স্বাভাবিক সংখ্যা উত্তরমালা : ১৫। ক, ১৬। খ, ১৭। খ, ১৮। খ, ১৯। খ, ২০। খ, ২১। খ, ২২। খ, ২৩। খ, ২৪। গ, ২৫। গ, ২৬। ঘ, ২৭। ঘ, ২৮। ঘ, ২৯। ঘ, ৩০। ঘ
×