ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯৬ ভাগ প্রতিবন্ধী নারী নির্যাতনের শিকার

প্রকাশিত: ০৫:২৬, ২৪ আগস্ট ২০১৭

৯৬ ভাগ প্রতিবন্ধী নারী নির্যাতনের শিকার

স্টাফ রিপোর্টার ॥ দেশের শতকরা ৯৬ ভাগ প্রতিবন্ধী নারী মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার। শতকরা ১ ভাগের কম সংখ্যক প্রতিবন্ধী মেয়ে শিশু স্কুলে যায়। কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নেও প্রতিবন্ধী নারীদের জন্য কার্যকর পদক্ষেপ এখনও নেয়া হয়নি। আইন ও নীতিমালায় সামাজিক বৈষম্য, নিপীড়ন রোধ এবং প্রতিবন্ধিতা বিষয়টি উল্লেখ করা হলেও তার বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলে অভিযোগ প্রকাশ করেছে উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ)। বুধবার সকাল ১০টায় ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে ডব্লিউডিডিএফের উদ্যোগে ‘বিভিন্ন আইন ও নীতিমালায় প্রতিবন্ধী নারীদের অবস্থা’ বিশ্লেষণ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন আইন ও নীতিমালায় প্রতিবন্ধী নারীদের অবস্থা, দেশীয় আইন ও নীতি, আন্তর্জাতিক সনদ ও অঙ্গিকার, সমাজের মূল ধারায় সমান নাগরিক সুবিধা ভোগ এবং সার্বজনীন মানবাধিকার চর্চা এবং রাষ্ট্রীয় সেবাসমূহ প্রাপ্তিতে বিরাজমান প্রতিবন্ধকতা এবং তা সমাধানের উপায়সমূহ তুলে ধরা হয়।
×