ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে ট্রলারে বজ্রপাত ॥ নদীতে নিখোঁজ ৫, ৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:২৫, ২৪ আগস্ট ২০১৭

সাভারে ট্রলারে বজ্রপাত ॥ নদীতে নিখোঁজ ৫, ৩ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ আগস্ট ॥ সাভারে বংশী নদীতে ট্রলারে বজ্রপাতের ঘটনায় আরও তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের সিংগাইর ব্রিজের ধলেশ^রী নদী থেকে নিখোঁজ ৫ জনের মধ্যে ২ নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়। এরা হলো- লালমনিরহাটের শীনতি রায় (৩২), গাইবান্ধার মাহেলা বেগম (৩৫) ও কুমিল্লার দীপুলাল দেবনাথ (৩২)। এরা সকলেই আকতার ফার্নিচারের শ্রমিক। যে ২ জন নারী এখনও নিখোঁজ রয়েছে, এরা হলো- হোসনে আরা (২৫) ও রেবেকা বেগম (৩৩)। উল্লেখ্য, মঙ্গলবার সকালে ট্রলারযোগে কর্মস্থলে যাওয়ার পথে বজ্রপাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থানাধীন ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে অবস্থিত সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মালিকানাধীন ‘বিউটিফুল জ্যাকেট’ এর শ্রমিক রফিক (২২) ও আকতার ফার্নিচার কারখানার শ্রমিক আবু হোসেন (৩২) নিহত এবং আহত হয় অন্তত ২০ জন। ৫ জন নিখোঁজের বিষয়ে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ জানালে উদ্ধারে নামে ডুবুরি দলের ৬ সদস্য। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বংশী নদীতে অভিযান চালানো হলেও কারোর সন্ধান মিলেনি। পরে বুধবার দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে সিঙ্গাইর ব্রিজের ধল্লা নদী থেকে তাদের মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
×