ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার ২৩ পশুর হাট বসছে খুলনায়

প্রকাশিত: ০৫:২১, ২৪ আগস্ট ২০১৭

এবার ২৩ পশুর হাট বসছে খুলনায়

কোরবানি ঈদকে সামনে রেখে খুলনাতে প্রস্তুত হচ্ছে ৩৩টি পশুর হাট। এবার মহানগরীতে একটি ও ৯ উপজেলায় ৩২টি কোরবানির পশুর হাট বসবে। এসব হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাটের সামনে তোরণ নির্মাণ, ত্রিপল টানানো, খুঁটি স্থাপন ও বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসা বেপারিদের জন্য শৌচাগার নির্মাণের কাজ চলছে। মহানগরীর জোড়াগেট, রূপসা উপজেলার আমতলা, তালিমপুর ও পূর্ব রূপসা বাস স্ট্যান্ড, ডুমুরিয়া উপজেলার খর্নিয়া, শাহাপুর, আঠারো মাইল, চুকনগর, পাইকগাছা উপজেলার চাঁদখালী, গদাইপুর, কাছিকাটা, পাইকগাছা জিরোপয়েন্ট, দাকোপ উপজেলার বাজুয়া, চালনা, কয়রা উপজেলার দেউলিয়া, গোবিন্দপুর, কালনা, ঘুগরাকাঠি, মান্দারবাড়িয়া, হোগলা, ফুলতলা উপজেলা সদর, দিঘলিয়া উপজেলার এম এম মজিদ কলেজ মাঠ ও জালাল উদ্দিন কলেজ মাঠ, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা, বটিয়াঘাটা উপজেলার বাইনতলা, খুটিরহাট, উপজেলা সদর, বারোআড়িয়া এসব হাটে প্রস্তুতি প্রায় শেষ। অর্থনৈতিক রিপোর্টার
×